• বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম

আওয়ামীলীগের সভানেত্রী আত্মবিশ্বাসের জায়গা হারিয়ে ফেলেছে- মির্জা ফখরুল 

সাংবাদিকের নাম / ১০৩ জন দেখেছেন
আপডেট : বুধবার, ২৮ জুন, ২০২৩

স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,  আ’লীগের নেত্রী নিজেই বলেছেন  সেন্টমার্টিন দিয়ে দিলে ক্ষমতায় থাকতে পারবে। কিন্তু সেন্টমার্টিন দিবেও না। তাই আওয়ামীলীগের সভানেত্রী আত্মবিশ্বাসের জায়গা হারিয়ে ফেলেছে।

অন্যান্য রাজনৈতিক দলগুলো সমন্বয়ে দ্রুত নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের  রূপরেখা দেয়া হবে। আওয়ামীলীগ তাদের নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করতে চায়। এদেশের মানুষের দাবি সংসদ বিলুপ্ত করে পদত্যাগ  করতে হবে এবং একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিয়ে নতুন একটা নির্বাচনের ব্যবস্থা করতে হবে। শুধুমাত্র তথাকথিত উন্নয়নের নামে লুটপাট ও দুর্নীতির পথ সহজ করছে আ’লীগ।

তিনি আজ বুধবার (২৮ জুন) বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয় ভবনে জিয়া স্মৃতি পাঠাগার উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর করিম,  সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন, জেলা বিএনপি দপ্তর সম্পাদক মামুনুর রশীদ মামুন, মহিলা দলের সভানেত্রী ফোরাতুন নাহার প্যারিসসহ অন্যান্য নেতারা।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.