• মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ১০:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম

আগামী দুইদিন বৃষ্টির পর শৈত্যপ্রবাহ

সাংবাদিকের নাম / ১১৯ জন দেখেছেন
আপডেট : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯

নিউজ ডেস্কঃ আবারও বাড়ছে শীতের তীব্রতা। রাজধানীতে রোদের দেখা মিললেও তাপমাত্রার পারদ এখনও নিম্নমুখী। আবহাওয়া অধিদফতর বলছে, আগামী দু’দিন বৃষ্টির পর আবার শৈত্যপ্রবাহ হতে পারে। শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।

সকালের রাজধানীর চিত্র এটি। সকাল গড়িয়ে যখন দুপুর ছুঁই ছুঁই তখন আড়মোড়া ভেঙে জেগেছে পৌষের সূর্য।

কুয়াশাচ্ছন্ন সকাল আর হিমেল বাতাস জানান দিয়েছে শীতের তীব্রতা। কিছু মানুষের কাছের উপভোগ্য হলেও শীত স্বস্তি কেড়ে নিয়েছে সুবিধাবঞ্চিত মানুষের।

সবচেয়ে বেশি ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ। শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে তাদের দুর্ভোগ।

তারা বলেন, শীতের জন্য কোনো কাজ করতে পারি না। কাজ ছাড়া বেকার বসে আছি। 

সুখবর নেই আবহাওয়া অধিদপ্তরের কাছে। পূর্বাভাস বলছে, বৃহস্পতিবার ও শুক্রবার ঢাকা ও দক্ষিণাঞ্চলে বৃষ্টির পর আবারও হতে পারে শৈত্যপ্রবাহ।


আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, আগামীকাল এবং পরশুদিন দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে ঢাকার থেকে দক্ষিণাঞ্চলে হালকা এবং গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।  

বুধবার ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.