• বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:২৯ পূর্বাহ্ন

আদালতে দৈনিক সংগ্রাম সম্পাদক

সাংবাদিকের নাম / ১১০ জন দেখেছেন
আপডেট : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯

নিউজ ডেস্কঃ ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার গ্রেফতার দেখিয়ে দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদকে আদালতে তোলা হয়েছে।  

শনিবার (১৪ ডিসেম্বর) রাজধানীর হাতিরঝিল থানা তাকে আদালতে নেয়া হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব বিজয় তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরো বলেন, দৈনিক সংগ্রামের সম্পাদকের বিরুদ্ধে হাতিরঝিল থানায় একটি মামলা করা হয়েছে।

এদিকে, জামায়াত নেতা কাদের মোল্লাকে শহীদ লেখায় কারণে দৈনিক সংগ্রামের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিৎ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলা হবে।

যেসব যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করা হয়েছে তাদের এখনো শহীদ নামে সম্বোধন করা হচ্ছে রাষ্ট্র এ ব্যাপারে উদ্যোগ নেবে কিনা সাংবাদিকের এ প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এটা আমাদের নজরে আছে, বিষয়টা আমরা দেখছি আর সময়মতো এসব বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

শনিবার মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন।


এধরনের আরও সংবাদ