• বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:০৩ পূর্বাহ্ন

‘আন্দোলনের নামে সহিংসতা করলে দাঁতভাঙা জবাব’

সাংবাদিকের নাম / ৩৭ জন দেখেছেন
আপডেট : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়ে সরকারকে নয়, আদালতকে বাধ্য করতে পারে বিএনপি। তবে এটা কতটা যুক্তিসঙ্গত হবে সেটা দেখার বিষয় বলে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আন্দোলন করে বেগম জিয়াকে মুক্ত করতে চাইলে করুক এতে সরকার কোনো হস্তক্ষেপ করবে না, তবে আন্দোলনের নামে সহিংসতা করলে দাঁতভাঙা জবাব দেয়া হবে।

ইভিএমের কারণে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোট কারচুপির কোনো সুযোগ ছিল না। বিএনপি হেরে গিয়ে বিষোদগার করছে বলে জানান তিনি।

দলের সাধারণ সম্পাদক বলেন, তৃণমূল থেকে সংগঠনকে ঢেলে সাজানোর কার্যক্রমকে জোরদার করতে হবে। কোনো কমিটি সম্মেলন ছাড়া করা যাবে না।

ঢাকা মহানগরের অন্তর্গত দলীয় এমপি এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী মেয়রদের সাথে এক মতবিনিময় সভা করেন দলের সম্পাদক ওবায়দুল কাদের।


এধরনের আরও সংবাদ