• বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চাষিরাই পারে ঠাকুরগাঁও সুগারমিলকে টিকিয়ে রাখতে-ব্যবস্থাপনা পরিচালক ঠাকুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদ খতিবের এমফিল ডিগ্রি অর্জন যৌন কেলেঙ্কারি ফাঁস, কলেজ অধ্যাপকের প্রত্যাহারের দাবি কৃতি শিক্ষার্থী ও খেলোয়াড়দের সম্মাননা দুদক মামলার আসামি শহিদুলের দপ্তরে দপ্তরে তদবির, সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের হুমকি অপপ্রচার ঠাকুরগাঁওয়ে হিন্দু সম্প্রদায়ের ঘরে আগুন, আটক-১ অবৈধ দখলে উপজেলা পরিষদ আবাসিক ভবনভাড়া বকেয়া দুইলাখ পদক্ষেপ নেই কর্তৃপক্ষের হামলা-ভাঙচুর-লুটপাটের দৃশ্য ভেসে উঠছে প্রকাশ্যে ঘুরছে হত্যাকারি আলামিন হিন্দুদের মন্দির-বাড়ি পাহারায় জামায়াত-শিবির ভারতে চিকিৎসা সেবায় সুযোগ সুবিধা প্রদানে যৌথ সভা 

আ.লীগ নেতা রমেশ চন্দ্র সেনকে গণসংবর্ধনা

সাংবাদিকের নাম / ১১০ জন দেখেছেন
আপডেট : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন দ্বিতীয় বারের মত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মনোনয়ন বোর্ডের সদস্য নির্বাচিত হওয়ায় তাকে গণসংবর্ধনা দিয়েছে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

সোমবার দুপুরে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে এ গণসংবর্ধনা দেয়া হয়।

গণসংবর্ধনায় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, শ্রমিক লীগ সহ আওয়ামী লীগের সহযোগি সংগঠন ও রুহিয়া থানা আওয়ামী লীগ এবং ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত থেকে সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে সংবর্ধনা দেন।

এর আগে সদস্য সদস্য রমেশ চন্দ্র সেনকে বরণ করে নিতে সদর উপজেলার ২৯ মাইল (ঠাকুরগাঁও-দিনাজপুর) সড়কে আ.লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রায় পাঁচ শতাধিক গাড়ির বহর নিয়ে রিসিভ করেন।

এরপর রমেশ চন্দ্র সেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন এবং নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় নেতাকর্মীরা রমেশ চন্দ্র সেনকে গণসংবর্ধনা দেয়।

গণসংবর্ধনা অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে। দেশকে রাজাকার, সন্ত্রাস, দুর্নীতিমুক্ত করতে একমাত্র আওয়ামী লীগই জিরো টলারেন্স ভূমিকা নেয়। বর্তমানে দলটির দুর্নাম করার জন্য কিছু নব্য আওয়ামী লীগ উঠে পড়ে লেগেছে, ওদের হাত থেকে দলকে রক্ষা করার জন্য সবাইকে সজাগ থাকতে হবে।

আওয়ামী লীগের কোন কমিটিতে যেন অনুপ্রবেশকারী ঢুকতে না পারে সেজন্য দলের নেতা-কর্মীদের সহযোগিতা কামনা করেন সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশী। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সহ সভাপতি মাহাবুবুর রহমান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকটে অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক প্রমুখ।

বক্তারা বলেন, ঠাকুরগাঁওয়ে প্রবীণ আওয়ামী লীগ নেতা সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে পুণরায় প্রেসিডিয়াম সদস্য ও মনোনয়ন বোর্ডের সদস্য নির্বাচিত করায় জেলা মানুষ অনেক খুশি হয়েছে। এজন্য প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে ধন্যবাদ জানান নেতাকর্মীরা। তারা বলেন, রমেশ চন্দ্র সেনের নেতৃত্বে জেলার আ.লীগ ও সহযোগি সংগঠনগুলো আরও শক্তিশালী হয়ে উঠবে।


এধরনের আরও সংবাদ

সাম্প্রতিক প্রকাশিত

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.