• বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:১৭ পূর্বাহ্ন

ইতালি ফেরত ১৪২ জনকে নেয়া হয়েছে হজ ক্যাম্পে

সাংবাদিকের নাম / ৭০ জন দেখেছেন
আপডেট : শনিবার, ১৪ মার্চ, ২০২০

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসে ভয়াবহভাবে আক্রান্ত দেশ ইতালির রোম থেকে ঢাকায় ফেরা ১২৫ জন বাংলাদেশিকে আশকোনা হজ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সকালে দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইন্সের EK 582 নাম্বার ফ্লাইটে তারা ঢাকায় অবতরণ করেন।

এর আগে, শুক্রবার রাতে এই প্রবাসীদের দেশে ফেরার কথা গণমাধমে প্রকাশিত হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চীনের পর সবচেয়ে বেশি করোনা-বিপর্যস্ত দেশ ইতালি। সেখান থেকে শতাধিক প্রবাসীর দেশে ফেরায় বাংলাদেশে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা ব্যক্ত করেছেন অনেকে।

এমিরাত এয়ারলাইনসের দুবাই-ঢাকা ফ্লাইটের ব্যাপারে খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার তাদের তিনটি ফ্লাইট রয়েছে। EK 582 প্রথম ফ্লাইটটি শুক্রবার রাত ১:৪৫ এ ছেড়ে, সকাল ৮:১০ এ ঢাকা এসে পৌঁছায়। EK 586 নামের দ্বিতীয় ফ্লাইটটি ছাড়বে সকাল সাড়ে ১০ টায়, পৌঁছাবে ৪:৫৫ তে। EK 584 নামের তৃতীয় ফ্লাইটটি ছাড়বে বিকাল ৪:৪৫ এ, রাত ১১ টায় পৌঁছাবে।


এধরনের আরও সংবাদ