• বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:১৬ পূর্বাহ্ন

ইতালীতে বাংলাদেশী শশীর কৃতিত্ব

সাংবাদিকের নাম / ৪১ জন দেখেছেন
আপডেট : শনিবার, ১১ এপ্রিল, ২০২০

জাকির হোসেন সুমন, ব্যুরো চিফ ইউরোপ :ইতালিতে বাংলাদেশের সুনাম বয়ে এনেছেন তাহমিনা ইয়াসমিন শশী । ইতালির তরিনো শহরে fiera di salone del libro internazionale অর্থাৎ international book fair festival শুরু হয়েছিল ১৯৮৮ সাল থেকে যা আজ অবধি চলমান ।
প্রতিষ্ঠালগ্ন থেকে দানিএল ফিনক্কির পরিচালনায় বিভিন্ন দেশের লেখক/কলামিসট প্রবন্ধ নিয়ে আয়োজিত হয়ে আসছে এক ঞ্জানগর্ভমূলক অনুষ্ঠান যার নাম নির্ধারণ করা হয়েছে ( লিঙ্গুয়া মাদরে) Lingua Madre নামে ।
যাত্রালগ্ন থেকে অদ্যাবধি ১ম বাংলাদেশী হিসেবে অংশগ্রহণ করেছিলেন তাহমিনা ইয়াসমিন শশী ২০১৭ সালে।
প্রতিভা ও মেধার স্বাক্ষর রেখে তিনি যায়গা করে নিয়েছিলেন সেরা ১০ এ।
তার প্রবন্ধটিকে বই আকারে প্রকাশ করে Lingua Madre seb- ১৭ ।
২০১৮ সালেও এর ব্যতিক্রম হয়নি এই মেধাবী ২০১৮ সালেও যায়গা করে নেন তার মেধার বিকাশ ঘটিয়ে সেরা দশে।
তার লিখা প্রবন্ধটি বই আকারে প্রকাশ করা হয় Lingua Madre SEB- ১৮ থেকে।
২০১৯ সালে যথারীতি যাত্রাবিরতি
২০২০ সালে তার মেধা ও প্রতিভার স্বাক্ষর রেখে পুনরুদ্ধার করল তার হারানো গৌরব ।
এটা তার জন্য কোনো সহজলভ্য কাজ ছিল না । একজন বাংলাদেশী হয়েও ইতালীয় ভাষায় গল্প রচনা করে পুরস্কার জেতা নিঃসেন্দহে কঠিনতর বিষয় ।
২০২০সালে চুলচেরা বিশ্লষণের মাধ্যমে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে লিখার গুণগত মান বিবেচনা করে শশীর প্রবন্ধ স্হান করে ৩য় স্হানে । এই প্রতিযোগিতায় বিশ্বের প্রায় ৫ হাজার প্রতিযোগি অংশ নেন।
২০২০ সালে যারা ১ম,২য়, ৩য় স্হান যারা দখল করেছেন তারা হলেন :
Yenifffer Lilibell Aliaga Chavez – Peru (first Award)
Bervian Gormez – Alessandra Nucci- ( Turkey and Italy) (2nd Award)
TAHMINA YASMIN SHOSHI- Alice Franceschini ‘- Bangladesh and Italy
(3rd Award)
এছাড়া যারা পুরস্কার পেয়েছেন ভিন্ন ক্যাটাগরিতে তারা হলেন
Special award- Silvia Favaretto (Italy)

Slow food Terra Madre – carnia Ardelean ( Romania)

Torino Film Festival- Narcissa .v. Ewan ( Poland’s) ইতালির ভেনিসে বসবাসরত তাহমিনা ইয়াসমিন শশী র গ্রমের বাড়ি বাংলাদেশের শরিয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার কাওিকপুর গ্রামে। শশী ১০ বছর যাবৎ ইতালিতে বসবাস করছে। সে ২০১৮ সালে ইতালির মিলান শহরের ক্যাথলিক করেদেল সাক্রো বিশ্ববিদ্যালয় হতে কাফুসকারি বিশ্ববিদ্যালয়ের অধিনে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগে অধ্যায়নরত


এধরনের আরও সংবাদ