জাকির হোসেন সুমন , ব্যুরো চীফ ইউরোপ : আল্লাহ্তা’লার নৈকট্য লাভের গুরুত্বপূর্ণ প্রার্থনার স্থান মসজিদ। মসজিদ হল মুসলিমদের অন্যতম উপাসনালায়। ইতালীসহ সারা বিশ্বের অসংখ্য মুসলিম প্রবাসীরা বসবাস করে। যার মধ্যে বাংলাদেশীদের অবস্থান উল্লেখযোগ্য। কিন্তু এতো সংখ্যক মানুষের তুলনায় মসজিদ নগণ্য। সেই পরিপ্রেক্ষিত এক জাঁক বাঙালী সহ বিভিন্ন দেশি মুসলিম প্রবাসীদের উদ্যোগে ইতালীর নাপোলী অন্যতম ব্যস্ত নগরী ভিয়া রোমাতে প্রতিষ্ঠা করে ভিয়া রোমা মোহাম্মদিয়া নামে একটি জামে মসজিদ। গত ১৮ই ডিসেম্বর বুধবার বাদ মাগরিব দোয়া মাহফিলের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় সেই ভিয়া রোমা মোহাম্মদিয়া জামে মসজিদের। উদ্বোধনকালে বাঙালী এবং সারা বিশ্বের প্রবাসী মুসলিমরা তখন উপস্থিত ছিলেন। মসজিদ কতৃপক্ষ পূর্বের ঘোষণা অনুযায়ী সকল মুসলিম প্রবাসীরা একসাথে একত্রিত হয়ে নামাজ আদায় করেন। এ সময় নামাজ ও দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা জাকির হোসেন জাকারিয়া। এবং তিনি নামাজের শেষে সকল বাংলাদেশী প্রবাসী সহ উপস্থিত মুসলিম উম্মাহর জন্য বিশেষ মুনাজাত করেন। উক্ত অনুষ্ঠানে বক্তারা মসজিদ পরিচালনা করতে সকলে একত্রিত হয়ে মসজিদের বিভিন্ন কাজের তদারকি করেন এবং ভবিষ্যৎ মসজিদ উন্নয়নে যে অর্থ ও যোগানের প্রয়োজন সে বিষয় নিয়ে সকলের উপস্থিতিতে আলোচনা করা হয়। এবং সকলেই মসজিদের জন্য মুসলিমদের কাছে সহযোগিতা কামনা করেন।