• বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত অফিসে বসেই ধূমপান পিআইও’র প্রকল্পে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ চাষিরাই পারে ঠাকুরগাঁও সুগারমিলকে টিকিয়ে রাখতে-ব্যবস্থাপনা পরিচালক ঠাকুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদ খতিবের এমফিল ডিগ্রি অর্জন যৌন কেলেঙ্কারি ফাঁস, কলেজ অধ্যাপকের প্রত্যাহারের দাবি কৃতি শিক্ষার্থী ও খেলোয়াড়দের সম্মাননা দুদক মামলার আসামি শহিদুলের দপ্তরে দপ্তরে তদবির, সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের হুমকি অপপ্রচার ঠাকুরগাঁওয়ে হিন্দু সম্প্রদায়ের ঘরে আগুন, আটক-১ অবৈধ দখলে উপজেলা পরিষদ আবাসিক ভবনভাড়া বকেয়া দুইলাখ পদক্ষেপ নেই কর্তৃপক্ষের হামলা-ভাঙচুর-লুটপাটের দৃশ্য ভেসে উঠছে প্রকাশ্যে ঘুরছে হত্যাকারি আলামিন

ইতালীর ভেনিসে সাহিত্য প্রবাহ ও চ্যানেল প্রবাহ প্রতিভা পুরস্কার

সাংবাদিকের নাম / ১৪১ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯

জাকির হোসেন সুমন , ব্যুরো চীফ ইউরোপ : সম্প্রতি ইতালীর ভেনিসের মেস্ত্রে সালা কল্বে হলে অনুষ্ঠিত হয়ে গেলো সাহিত্য প্রবাহ ও চ্যানেল প্রবাহ প্রতিভা পুরস্কার ২০১৯ ও সাংস্কৃতিক অনুষ্ঠান । গত রবিবার ভেনিসের মেস্ত্রে অবস্থিত হোটেল আম্বাসাতরে সাহিত্য প্রবাহ ও চ্যানেল প্রবাহ প্রতিভা পুরস্কার ২০১৯ অনুষ্ঠানটির ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সার্বিক সহযোগিতায়, ভেনিস বাংলা স্কুলের সহযোগীতায় প্রাণবন্ত অনুষ্ঠানটিতে সোহেলা আক্তার বিপ্লবী ও ফয়সাল আহম্মেদ এর উপস্থাপনায় সভাপতিত্ব করেন সাহিত্য প্রবাহের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং চ্যানেল প্রবাহের ব্যাবস্থাপনা পরিচালক কাজী মাহফুজ রানা ।

প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সভাপতি জনাব মিলন মোহাম্মদ । অনুষ্ঠানটির উদ্ভাবক ছিলেন চ্যানেল প্রবাহের প্রধান উপদেষ্টা মনোয়ার ক্লার্ক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট দেল সোচালে – জবান্নি এদা। , ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি ভেনিস এর উপদেষ্টা সাদেকুল ইসলাম আজাদ, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী, অর্থ সম্পাদক জিলাল আহমেদ , ক্রীড়া সম্পাদক হাবিব । ভেনিস বাংলা স্কুলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুনু আক্তার , সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন পান্না , ও ক্রিয়া সম্পাদক, নুরে আলম ।

আরো উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম , সভাপতি ভৈরব পরিষদ কাজী রোনাক । মুস্তাক আহমেদ সাধারণ সম্পাদক বৃহত্তর ঢাকা এসোসিয়েশন। বিল্লাল হোসাইন ,প্রধান উপদেষ্টা নরসিংদী জেলা সমিতি । সোহানুর রহমান উজ্জ্বল তরুণ সংগঠক ও সাহিত্যিক । মইনুদ্দিন, সভাপতি প্রজন্ম , কামরুল হাসান রাসেল সভাপতি ত্রেভিজো বাংলা স্কুল । মোবারক হোসেন ( সাংগঠনিক সম্পাদক, ভৈরব পরিষদ) এবং আলম মোহাম্মদ,আব্দুর রহমান ও শাহ আলম ।

তাছাড়া ভেনিস বাংলা স্কুলের শিক্ষিকা নাসরিন আক্তার, সুরাইয়া আক্তার, দিলরুবা জামান, মেহেরুন নেছা মলি , ত্রেভিজো বাংলা স্কুল থেকে প্রধান উপদেষ্টা ওমর ফারুক, প্রধান শিক্ষিকা জাহিদা পারবিন, শিক্ষিকা কামরুন নাহার তুলি ও সাথি আক্তার প্রমূখ । বিশেষ বিশেষ কাজে অবদান রাখার জন্য চারটি এওয়ার্ড প্রদান করে চ্যানেল প্রবাহের পক্ষ থেকে । সামাজিক কার্যক্রমের জন্য ভেনিসবাংলা স্কুল, সামাজিক ও মানবিক কাজের জন্য মোহাম্মদ আলম , মানবিক কাজের জন্য মোবারক হোসেন ও চ্যানেল প্রবাহকে সার্বিক সহযোগিতা প্রদানে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সভাপতি জনাব মিলন মোহাম্মদকে এওয়ার্ড প্রদান করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে কাজী তানজিনা আক্তার,সিমনাহোসেন ,তিশা , অর্পা,শ্যামন্তি, মাহিদুল হক , তাসনিয়া সহ আরো অনেকে বিজয়ী হয়। বিজয়ীদের পুরস্কার দেয়া ছাড়াও সকল অংশগ্রহণকারীদের আকর্ষণীয় শান্তনা পুরস্কার দেয়া হয়।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.