• বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:২১ পূর্বাহ্ন

ইতালীর ভেনিস বাংলা স্কুলের আয়োজনে মেধা পুরস্কার প্রদান

সাংবাদিকের নাম / ১০৮ জন দেখেছেন
আপডেট : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯

জাকির হোসেন সুমন , ব্যুরো চীফ ইউরোপ : আমরা করবো জয় এ স্লোগান কে সামনে রেখে ইতালীতে ভেনিস বাংলা স্কুল আয়োজন করে মেধা পুরস্কার । ইতালীতে বেরে উঠা বাংলাদেশী ছোট ছোট ছেলে মেয়ে দের ইতালীয়ান শিক্ষা ক্লাসে বার্ষিক পরীক্ষা য় ভালো ফলাফল কারি ১৫ জন শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়। মেধা বিকাশে উৎসাহই উওম পন্হা , প্রবাসী শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন এবং শিক্ষা আর্জনে উৎসাহিত করতে বিশেষ পুরস্কার বিতরণ উৎসব বলে জানান ভেনিস বাংলা স্কুল কতৃপক্ষ । সে সময় ভেনিস ভাংলা স্কুলে ইতালীয়ান কম্পিতি ক্লাসের ৪ জন শিক্ষক ও শিক্ষিকা কে । পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার এর সভাপতিত্বে ও সোহেলা আক্তার বিপ্লবী র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ভেনিসের একমাএ বাংলাদেশী বংশদ্ভূত ডাক্তার রাসেল মিয়া ।

এ সময় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বক্তব্য রাখেন ভেনিস বাংলা স্কুলের রফিকুল বারী , বিল্লাল ঢালী , এম ডি আক্তার উদ্দিন , হান্নান মিয়া, পলাশ রহমান , আল মামুন ঢালী , রুনু আক্তার , সুরাইয়া আক্তার , আশিক পল্স , কাজী মাহফুজ রানা , নুরে আলম, রিয়াজুল ইসলাম , দিলরুবা জামান , মেহেরুন নেছা মলি , এেভিজো বাংলা স্কুলের সভাপতি কামরুল হাসান রাসেল , নাগরিক কমিটি ভেনিসের সভাপতি কাশেম শিকদার , তাহের খান , ওমর ফারুক নিনি , আব্দর রহমান , বিল্লাল হোছাইন , যুবলীগ ভেনিস শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা সৈয়াল কালু , ছাএলীগ ভেনিস শাখার সভাপতি আরিফ হাওলাদার , সাধারন সম্পাদক রোমান ইসলাম প্রমূখ । আলোচনা ও পুরস্কার বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন ভেনিস বাংলা স্কুলের শিক্ষার্থী ও স্হানীয় শিল্পী বৃন্দ।


এধরনের আরও সংবাদ