• বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ১২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম

ঋণের টাকা আদায় করতে গিয়ে ঠাকুরগাঁওয়ে ইএসডিও’র দুইকর্মীসহ আটক-৩

সাংবাদিকের নাম / ৫১ জন দেখেছেন
আপডেট : বুধবার, ২৫ মার্চ, ২০২০

নিউজ ডেস্কঃ সরকারি আদেশ উপেক্ষা করে কিস্তি উত্তোলনের সময় ইএসডিও’র এবং পদক্ষেপ নামে দুটি এনজিও’র ৩ জনকে আটক করেছে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। পরে তাদের ঠাকুরগাঁও জেলা প্রশাসকের নিকট সোপর্দ করা হয়েছে।
বুধবার সকালে সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন জেলার সদর উপজেলার পৌরসভার হাজীপাড়া ও গোয়ালপাড়া থেকে ঋণের টাকা উত্তোলনের সময় মোবাইলে খবর পেয়ে তাদের ঘটনাস্থল থেকে আটক করেন।
পরে জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম এর নিকট সোপর্দ করলে তাদের সতর্ক এবং পরবর্তী করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কিস্তি আদায় করবে না এমন অঙ্গীকার করার পর তাদের ছেড়ে দেওয়া হয়ে।
এর আগে মঙ্গলবার রাতে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী অফিসার ফেসইবুকে ঘোষণা দেন, এলাকায় কেউ কিস্তি আদায় করতে গেলে প্রশাসনকে খবর দেয়ার জন্য।
এ বিষয়ে সদর উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, করোনা ভাইরাসের কারণে মানুষ এমনিতে মানবেতর জীবন যাপন করছেন। এ অবস্থায় এনজিওগুলোর কিস্তির খড়গে চরম দুর্বিসহ হয়ে উঠেছে সাধারণ মানুষ। তাই প্রশাসনের পক্ষ থেকে এ সময়টা কাটি উঠা না পর্যন্ত ঋণের টাকা উত্তোলনে নিষেধাজ্ঞা প্রদান করি। এর পরও সংগঠনের কর্তৃপক্ষরা অমানবিক হয়ে তাদেরকর্মীদের টাকা উত্তোলনের নির্দেশ দেয়। আমাদের অভিযান অব্যাহত থাকবে এ সময়ে কোন সংগঠন কিস্তি আদায় করতে পারবে না বলে জানান তিনি।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.