• মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৮:১৪ পূর্বাহ্ন

এলজিইডি’র প্রতিষ্ঠাতা কামরুল ইসলাম সিদ্দিকি’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

সাংবাদিকের নাম / ৯১ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

নিউজ ডেক্সঃ এলজিইডি’র প্রতিষ্ঠাতা কামরুল ইসলাম সিদ্দিকি’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে কোরআন তিলওলাদ, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে জেলা এলজিইডি’র আয়োজনে সংশ্লিস্ট মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ শাহারুল আলম মন্ডল সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, এলজিইডি’র প্রতিষ্ঠাতা সাবেক প্রধান প্রকৌশলী ও সাবেক গণপূর্ত সচিব কামরুল ইসলাম সিদ্দিকের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে তার স্বরণে কুরআন তিলওলাদ, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছি। তার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয় মাহফিলে সকলের কাছে দোয়া কামনা করেন তিনি।

দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এলজিইডি’র সিনিয়র সহকারী প্রকৌশলী সফিউল আলম, সংশ্লিস্ট মসজিদের ঈমামসহ অন্যান্য কর্মকর্তা, কর্মচারি ও স্থানীয়রা। পরে মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ মোনাজাত করা হয়।

 

 


এধরনের আরও সংবাদ