• বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:৫০ পূর্বাহ্ন

খাদ্য সামগ্রী বিতরণ ঠাকুরগাঁও শ্রমিক ইউনিয়নের আহবায়ক

সাংবাদিকের নাম / ৪৯ জন দেখেছেন
আপডেট : বুধবার, ৮ এপ্রিল, ২০২০

নিউজ ডেস্কঃ করোনা মোকাবেলায় শ্রমিকদের খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের আহবায়ক সাদেকুল ইসলাম।
আজ সকাল ১০ টায় বালিয়াডাঙ্গী উপজেলার বড়মসজিদ সংলগ্ন মাঠে ঠাকুরগাঁও জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন রাজ ৮৮ এর নিজস্ব তহবিল থেকে জেলার বালিয়াডাঙ্গী উপজেলা শাখার উদ্যোগে ২৫০ জন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ বিষয়ে বালিয়াডাঙ্গী মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের আহবায়ক সাদেকুল ইসলাম জানান, বর্তমানে শ্রমিকরা বেকারত্ব জীবন যাপন করছে। আমরা সংগঠনের পক্ষ থেকে তাদের খাদ্য সামগ্রী প্রদান করেছি। এসব খাদ্য সামগ্রী শেষ হলে আবারো বিতরণ করা হবে। করোনা সংকট মোকাবেলায় কেউ যেন না খেয়ে থাকে তার জন্য সংগঠন তাদের পাশে থাকবে বলে জানান এই নেতা। খাদ্য সামগ্রী বিতরনের সময় শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।


এধরনের আরও সংবাদ