• বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০১:৩৬ পূর্বাহ্ন

খালেদা জিয়ার মুক্তির সুপারিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে

সাংবাদিকের নাম / ৪০ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০

নিউজ ডেস্কঃ কারাবন্দি বিএনপির চেয়ারপারসন বেগম জিয়ার মুক্তির বিষয়ে আইন মন্ত্রণালয়ের সুপারিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে। এরপর সারসংক্ষেপ পাঠানো হবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে।

এর আগে, বিকেলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা ছয় মাসের জন্য স্থগিত রেখে তাকে ছয় মাসের জন্য মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সংক্রান্ত সুপারিশ করে আইন মন্ত্রণালয় থেকে ফাইল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) আইনমন্ত্রী আনিসুল হক তার বাসায় সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান। এ সময়ের মধ্যে খালেদা জিয়া নিজ বাসায় থেকে চিকিৎসা নিতে পারবেন। তিনি বিদেশে যেতে পারবেন না। অন্য হাসপাতালেও চিকিৎসা নিতে পারবেন না।

মন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমোদন দিলেই তিনি মুক্তি পাবেন।


এধরনের আরও সংবাদ