• শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চাষিরাই পারে ঠাকুরগাঁও সুগারমিলকে টিকিয়ে রাখতে-ব্যবস্থাপনা পরিচালক ঠাকুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদ খতিবের এমফিল ডিগ্রি অর্জন যৌন কেলেঙ্কারি ফাঁস, কলেজ অধ্যাপকের প্রত্যাহারের দাবি কৃতি শিক্ষার্থী ও খেলোয়াড়দের সম্মাননা দুদক মামলার আসামি শহিদুলের দপ্তরে দপ্তরে তদবির, সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের হুমকি অপপ্রচার ঠাকুরগাঁওয়ে হিন্দু সম্প্রদায়ের ঘরে আগুন, আটক-১ অবৈধ দখলে উপজেলা পরিষদ আবাসিক ভবনভাড়া বকেয়া দুইলাখ পদক্ষেপ নেই কর্তৃপক্ষের হামলা-ভাঙচুর-লুটপাটের দৃশ্য ভেসে উঠছে প্রকাশ্যে ঘুরছে হত্যাকারি আলামিন হিন্দুদের মন্দির-বাড়ি পাহারায় জামায়াত-শিবির ভারতে চিকিৎসা সেবায় সুযোগ সুবিধা প্রদানে যৌথ সভা 

জমকালো আয়োজনে সপদলহাটে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

সাংবাদিকের নাম / ১৫৩ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৯

নিউজ ডেক্সঃ ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউপির সপদল হাটে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী ।

টুর্নামেন্টের সপদলহাট যুব সংঘের আয়োজনে উদ্বোধনী খেলায় রুহিয়া ফ্রেন্ডস কাব ২-০ গোলে বগুড়া গাবতলি খেলোয়াড় কল্যান সমিতিকে পরাজিত করে।

খেলায় প্রথমার্ধে চমৎকার গোল করে রুহিয়া ফ্রেন্ডস কাবকে এগিয়ে নেয় টিমের উদীয়মান খেলোয়াড় রবিউল। দ্বিতীয়ার্ধে খেলা শুরুর আগ মুহুর্তে রুহিয়া টিমের স্ট্রাইকার সাজুর গোলে জয় নিশ্চিত হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন রুহিয়া টিমের মিড ফিল্ডার তরুন উদীয়মান খেলোয়াড় সাঈদি। খেলা চলাকালীন দর্শক সমাগম ছিল চোখে পড়ার মত। বিশেষ করে মহিলা দর্শক সবার নজর কাড়ে।

উল্লেখ্য যে, টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহন করছে। খেলা নক আউট পদ্ধিতিতে অনুষ্ঠিত হবে। অংশগ্রহনকারী অন্যান্য দলগুলো হলো:- উদ্বোধনীর ২ টিম, কাঠালাডাঙ্গী ক্রীড়া একাডেমী হরিপুর, নশিপুর একতা কাব দিনাজপুর, মীড়গড় ফুটবল একাডেমী পঞ্চগড়, পুরুলিয়া ফুটবল একাডেমী আটোয়ারী, রাজবাড়ি যুব সংঘ রানীশংকৈল, চিরিরবন্দর ফুটবল একাদশ দিনাজপুর, খেলোয়াড় কল্যান সমিতি ডোমার, হরিপুর ফুটবল একাদশ ঠাকুরগাঁও, গোড়গ্রাম ফুটবল একাডেমী নীলফামারী, হাজী দানেশ বিঃ ও প্রঃ বিঃ একাদশ, আল আমিন ক্রীড়া চক্র বগুড়া, জলঢাকা খেলোয়াড় কল্যান সমিতি, পল্লী বীর স্পোর্টস সেন্টার ঠাকুরগাঁও ও দলুয়া সমাজকল্যাণ সমিতি বীরগঞ্জ।


এধরনের আরও সংবাদ

সাম্প্রতিক প্রকাশিত

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.