• বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:৩৭ পূর্বাহ্ন

ভোটার কম আসলে দায় কমিশনের নয়: সিইসি

সাংবাদিকের নাম / ৪৩ জন দেখেছেন
আপডেট : সোমবার, ২ মার্চ, ২০২০

নিউজ ডেস্কঃ ভোটকেন্দ্রে ভোটারের উপস্থিতি কম হওয়ার দায় নির্বাচন কমিশনের নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

তিনি বলেন, নির্বাচন কমিশনের ওপর ভোটারদের আস্থা আছে কি নেই তা নির্দিষ্ট করে বলা যাবে না।

সোমবার (০২ মার্চ) রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালির উদ্বোধন শেষে একথা বলেন সিইসি।

সিইসি আরও বলেন, সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরি করা কমিশনের কাজ। সেই কাজ কমিশন করে যাচ্ছে।

র‌্যালিটি মানিক মিয়া এভিনিউয়ে শুরু হয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গিয়ে শেষ হয়। ‘ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব’ এ স্লোগান নিয়ে সারাদেশে পালিত হচ্ছে জাতীয় ভোটার দিবস।


এধরনের আরও সংবাদ