• মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম

ঠাকুরগাঁওয়ে গৃহবধু নুর নাহার হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

সাংবাদিকের নাম / ২৮ জন দেখেছেন
আপডেট : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২০

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ে গৃহবধু নুরনাহার হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। আজ সোমবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লী বাজার এলাকায় নাগরিক সমাজের ব্যানারে এ কর্মসুচি পালন করেন স্থানীয় এলাকাবাসি ও স্বজরা।
ঘন্টাব্যাপি মানববন্ধন চলাকালে বক্তারা অভিযোগ করে বলেন, নুরনাহারকে পরিকল্পিতভাবে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। তার শশুর বাড়ীর লোকজন তাকে যৌতুকের জন্য চাপ দিতো প্রতিনিয়িত। টাকার জন্য তার স্বামী রাজু বিভিন্ন ভাবে পাষবিক নির্যাতনও চালাতো। যৌতুকের টাকা না পেয়ে তাকে হত্যা করে ফাসিতে ঝুলিয়ে রাখে। অবিলম্বে হত্যাকারীদের আটক করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, শুশীল সমাজের লোকজন, স্বজরাসহ সর্বস্তরের মানুষ এতে অংশ নেয়।
উল্লেখ্য,গত ১৮ ফেব্রæয়ারি সদরের বালিয়া ইউনিয়নের বড় বালিয়া শিমুলতলী গ্রামে নিজ কক্ষে হাত পা বাঁধা অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত শশুর দুলাল ও তার স্বামী রাজু।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.