• রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৬:০৯ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে ঘাতক দালাল নির্মুল কমিটির সদস্য সচিবকে হুমকি

সাংবাদিকের নাম / ৪১ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ে ঘাতক দালাল নির্মুল কমিটির সদস্য সচিবকে মোবাইলে হুমকি দিয়ে আসছে দূর্বৃত্তরা। এ ঘটনায় সদর থানায় জিডি করেছেন ঘাতক দালাল নির্মুল কমিটির সদস্য সচিব সুচরিতা দেব।
অভিযোগের কপিতে উল্লেখ করা হয়, গত ১৫ জুলাই থেকে অপরিচিত একটি নম্বর থেকে সুচরিতা দেবকে বিভিন্ন ভাষায় গালিগালাজসহ প্রাণ নাশের হুমকি দিয়ে আসছে একাধিক ব্যাক্তি। যে নম্বরটি থেকে হুমকি দেয়া হয়েছে ০১৭০৩২৭৮৭৬৯ এ অবস্থায় উপায় না পেয়ে বৃহস্পতিবার (১৬ জুলাই) সদর থানায় হাজির হয়ে জিডি করেছেন তিনি। সুচরিতা দেব জানান, কোন কারন ছাড়াই ফোন দিয়ে সারাক্ষন বিভিন্ন খারাপ ভাষায় বিরক্ত করা হয় আমাকে। শুধু বিরক্ত নয় আমাকে প্রাণ নাশের হুমকি দেয়া হয়েছে। তাই থানার আশ্রয় নিয়েছি আমি। এ বিষয়ে সদর থানার ওসি তানভীরুল ইসলাম জানান, থানায় জিডি হয়েছে। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের আইনের আওতায় আনার চেস্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।


এধরনের আরও সংবাদ