• রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৩ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে চাঁদাবাজির প্রতিবাদে অবস্থান কর্মসুচি ও প্রতিবাদ সভা

সাংবাদিকের নাম / ২৩০ জন দেখেছেন
আপডেট : বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯

নিউজ ডেস্কঃ টোল আদায়ের নামে ঠাকুরগাঁওয়ে ইজিবাইক চালকদের কাছে নিয়মিত চাঁদাবাজির প্রতিবাদে অবস্থান কর্মসুচি ও প্রতিবাদ সভা করেছে জেলা ইজিবাইক শ্রমিক ইউনিয়ন।
আজ বুধবার দুপুরে শহরের চৌরাস্তায় এ কর্মসুচি পালন করে তারা। ঘন্টাব্যাপি কর্মসুচিতে জেলা ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুবু আলম, সাধারণ সম্পাদক লাবুসহ শ্রমিক নেতারা বলেন, টোল আদায়ের নামে যত্রতন্ত্রভাবে চালকদের আটক করে প্রতিদিন চাঁদাবাজি করছে এক শ্রেনীর লোকজন। যা বছরে ১৩ কোটি টাকা আদায় হচ্ছে। আর এসব টাকা প্রভাবশালীদের ছত্রছায়ায় আদায় করা হচ্ছে। টাকা আদায়ের পর তা ভাগ বাটোরা করছেন।
আমরা চাই প্রশাসন অবিলম্বে চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা নিবেন অন্যথায় আরো কঠোর কর্মসুচি দেয়ার হুশিয়ারী উচ্চারণ করেন শ্রমিক নেতারা।


এধরনের আরও সংবাদ