• মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৭:২৭ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে ছেলে খুন করলো বাবাকে

সাংবাদিকের নাম / ৪১ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সাইফুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার একমাত্র ছেলে।

সোমবার দিবাগত রাতে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের রুপগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।

সাইফুল ইসলামের একমাত্র ছেলে রাসেল রানা (২২) ঘটনার পর থেকে বাড়ী হতে পলাতক রয়েছে।

এ ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। নিহত সাইফুল ইসলামের এক ছেলে ও এক মেয়ে।

সাইফুল ইসলামের স্ত্রী জানান, একমাত্র ছেলের দীর্ঘদিন ধরে মানসিক সমস্যা। কথায় কথায় রেগে গিয়ে মারধর করতো যে কাউকে। রাতে বেলায় এমন হত্যাকাণ্ড ঘটাবে চিন্তাও করেননি তিনি।

বালিয়াডাঙ্গী থানার ওসি হাসিবুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হবে। পুলিশ ঘটনা তদন্ত করছে। তদন্ত শেষে বলা যাবে কিভাবে এবং কেন এই হত্যাকাণ্ড ঘটেছে।


এধরনের আরও সংবাদ