• মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৫ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে নারী কেলেঙ্কারি অভিযোগ চেয়ারম্যনের বিরুদ্ধে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ

সাংবাদিকের নাম / ৯৮১ জন দেখেছেন
আপডেট : রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯

নিউজ ডেক্সঃ ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের চেয়ারম্যান মাহবুব আলম মুকুলের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে ওই ইনিয়নের কচুবাড়ি কৃস্টপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃস্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
স্থানীয় এলাকাবাসীর অভিযোগ ওই এলাকার মেয়েকে নিয়ে ঘরে অনৈতিক কাজে লিপ্ত হলে তাদের আটক করা হয়। পরে কৌশলে পালিয়ে যায় চেয়ারম্যান। ঘটনা এলাকায় ছড়িয়ে পরলে তোলপাড় সৃস্টি হয়। স্থানীয়রা খবর দেয় পুলিশকে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করে। তবে পুলিশ কাউকে আটক করতে পারেনি।

এ ব্যাপারে সালান্দর ইউনিয়নের চেয়ারম্যানকে একাধিকবার ফোনে যোগাযোগ করা হলেও তার ফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।
এ বিষয়ে সদর থানার এস আই আহমদউল্লাহ জানান, চেয়ারম্যানকে মেয়েসহ আটক করা হয়েছে এমন খবর পেয়ে আমরা রাতে ঘটনাস্থলে আসি। তবে কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। কেউ যদি আমাদের কাছে অভিযোগ করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


এধরনের আরও সংবাদ