• বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:০১ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে বিএডিসি শ্রমিকদের বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিকের নাম / ৩৪ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২০

নিউজ ডেস্কঃ শ্রমিকদের নিয়মিত কাজ, মজুরি বৃদ্ধি, ঈদ বনাসসহ চার দফা দাবি আদায়ের লক্ষে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসুচি পালন করেছে বীজ উৎপাদন খামারের বিএডিসি শ্রমিকরা। আজ বৃহস্পতিবার সকালে জেলার কলেজপাড়া বিএডিসির সামনে এ কর্মসুচি পালন করে তারা।
ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসুচি চলাকালে বিএডিসির শ্রমিকের সভাপতি সোহাগ ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ নেতারা বলেন, বর্তমানে ৪শ টাকা শ্রমিকদের মুজুরি প্রদান করা হচ্ছে যা বর্তমান সময়ে কম। এছাড়া শ্রমিকদের নিয়মিত কাজে নিচ্ছেন না বিএডিসি কর্র্তৃপক্ষ। আমরা চাই আমাদের বেতন বৃদ্ধিসহ নিয়মিত কাজে নিতে হবে। সেই সাথে ঈদ বোনাস প্রদান করতে হবে। তা না হলে বিএডিসির সকল শ্রমিকরা কাজে আসবে না বলে হুশিয়ারী উচ্চারণ করেন।
পরে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিএডিসি চত্বর এলাকায় প্রদক্ষিন করে তাদের দাবি বাস্তবায়নের স্লোগান তুলেন।


এধরনের আরও সংবাদ