• মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৯ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সংবাদকর্মীদের নিয়ে কর্মশালা

সাংবাদিকের নাম / ৮৬ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২০

নিউজ ডেস্কঃ আগামী ১১ জানুয়ারি (২য় রাউন্ড) জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন সফল করতে ঠাকুরগাঁওয়ে জেলা পর্যায়ে সাংবাদিকদের সাথে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জেলা সিভিল সার্জেনের আয়োজনে সিভিল সার্জেন সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় ভারপ্রাপ্ত সিভিল সার্জন ড.আব্দুল জব্বারের সভাপতিত্বে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন,সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ড. মোঃ শাহাজাহান নেওয়াজ, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

সভায় সিভিল সার্জন ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের ২য় রাউন্ড সফল করতে সাংবাদিকদের অবহিত করেন।

উল্লেখ্য,এবারে জেলায় ১৩শ ৯৫টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ২১হাজার ৬শ ৫৮ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী ১লাখ ৮৫ হাজার ৬শ ৭৮ জনকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।


এধরনের আরও সংবাদ