• বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০১:১৯ পূর্বাহ্ন

ঠাকুরগাঁও ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসা সেবায় হ্রাস-রাণীশংকৈলে বন্ধ

সাংবাদিকের নাম / ৩৭ জন দেখেছেন
আপডেট : বুধবার, ২৫ মার্চ, ২০২০

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁও স্বাস্থ্যসেবা হাসপাতালে (ডায়াবেটিক হাসপাতাল) চিকিৎসাসেবা দেওয়ার সময়সীমা দেড় ঘণ্টা কমিয়ে দেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে ইনডোর ইউনিট। অন্যদিকে রাণীশংকৈল ডায়াবেটিক স্বাস্থ্য কেন্দ্রটি ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
আজ ২৫ মার্চ বুধবার দুপুরে ঠাকুরগাঁও ডায়াবেটি সমিতির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সমিতির সভাপতি অধ্যক্ষ রাজিউর রহমানের সভাপতিত্বে ঠাকুরগাঁও ডায়াবেটিক হাসপাতালের সভাকক্ষে সভায় রোগী আগমনের সংখ্যা কমে যাওয়ায় ও চিকিৎসকসহ নার্স ও এটেন্ডেন্টদের করোনা ভাইরাস সংক্রমণ রোধের জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদি না থাকায় এই হাসপাতালের ইনডোর ইউনিট বন্ধ করে দেওয়া হয়। তাছাড়া এই হাসপাতালের কার্য সময় দেড় ঘণ্টা কমিয়ে জরুরি সেবা দেওয়ার জন্য সকাল ৯ টা থেকে ২ টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত হয়। আগে হাসপাতালটি সকাল ৮ টা থেকে আড়াইটা পর্যন্ত খোলা থাকতো।
ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যক্ষ রাজিউর রহমান জানান, একই কারণে রাণীশংকৈল উপজেলা ডায়াবেটিক স্বাস্থ্য কেন্দ্রটি ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। জরুরি প্রয়োজন হলে সেখানকার রোগীকে ঠাকুরগাঁওয়ে যোগায়োগ করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।


এধরনের আরও সংবাদ