• শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ন

ঠাকুরগাঁও বেতারে অনুষ্ঠিত হলো শ্রোতা আনন্দ মেলা

সাংবাদিকের নাম / ১০৯ জন দেখেছেন
আপডেট : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও। শিশু কিশোর ও নারী উন্নয়নে সচেতনতা মূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওত্তায় অনুষ্ঠিত হলো শ্রোতা আনন্দ মেলা। মঙ্গলবার বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও এর আয়োজনে বেতার প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ বেতার ঠাকুরগাঁওয়ের আঞ্চলিক পরিচালক মোঃ নাছিমুল কামাল, উপ আঞ্চলিক পরিচালক জহরুল আলম, সহকারি পরিচালক দেওয়ান আবুল বাশার, উপাঞ্চলিক প্রকৌশলী রিফাত হাসান, উপ-বার্তা নিয়ন্ত্রক রাশেদ ফয়সল কবীরসহ অনেকে উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানে বাংলাদেশ বেতার ঠাকুরগাঁয়ের কর্মকর্তারা বলেন, আগের চেয়ে বেতারের সংবাদ অনুষ্ঠানমালাসহ সব রকম অনুষ্ঠানের প্রতি শ্রোতাদের আগ্রহ বেড়েছে। আমরা এই ধারাবাহিকতার ধরে রাখার পাশাপাশি বেতাকে আরো কিভাবে ত্বরান্বিত করা যায় সেই লক্ষ্য নিয়ে কাজ করছি। সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করেন শ্রোতাদের প্রতি। পরে সেখানে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে তুলে দেয়া হয় পুরস্কার।


এধরনের আরও সংবাদ