• মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৮:১৯ পূর্বাহ্ন

তারেক পাকিস্তান থেকে লোক পাঠিয়ে নৈরাজ্য চালাচ্ছে শান্তি সমাবেশে -যুবলীগ নেতা জুয়েল

সাংবাদিকের নাম / ২৫০ জন দেখেছেন
আপডেট : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩

স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দণ্ডিত তারেক রহমান পাকিস্তানের কিছু লোকে এনে দেশে নৈরাজ্য চালাচ্ছে বলে মন্তব্য করেছেন ঠাকুরগাঁও-২ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী জেলার বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম জুয়েল।

রবিবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলা শহরের স্মৃতিসৌধ চত্ত্বরে কেন্দ্রীয় নির্দেশনায় বিএনপি জামায়াত কর্তৃক পুলিশ হত্যা, কাকরাইল মসজিদ ও রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে অগ্নিসংযোগ, প্রধান বিচারপতির বাসভবনে ও সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগ ও যুব লীগের যৌথ আয়োজনে শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গতকাল বিএনপি-জামায়াত মহাসমাবেশের নামে মানুষ হত্যা, রাষ্ট্রীয় সম্পদ ভাঙচুর ও অগ্নিসন্ত্রাস করেছে৷ বিএনপি-জামাতের হরতালের প্রতিবাদেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা মাঠে আছি।

যুবলীগের এই নেতা বলেন, বিশ্বের বুকে আত্মমর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ঠিক সেই মুহূর্তে বিএনপি-জামায়াত দেশ ও দেশের মানুষের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র করছে।

দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে বিদেশীদের সাথে হাত মিলিয়ে ষড়যন্ত্র করছে, গুজব ছড়াচ্ছে। সরকার পতনের নামে সাধারণ মানুষের উপর অত্যাচার করছে, তাদের জান,-মালের ক্ষতি করছে, মানুষ হত্যা করছে।

তিনি আরো বলেন, বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের প্রতিহত করতে, সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা দিতে, শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করতে যুবলীগের নেতা-কর্মীরা রাজপথে আছে, রাজপথে থাকবে বলে হুশিয়ারি দেন এই যুব লীগের এই নেতা।

শান্তি সমাবেশ ও উন্নয়ন সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রবীর কুমার রায়, যুবলীগের সভাপতি মাজেদুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 


এধরনের আরও সংবাদ