• মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৫ পূর্বাহ্ন

দুর্ঘটনায় নিহত আপেলের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

সাংবাদিকের নাম / ২১৫ জন দেখেছেন
আপডেট : রবিবার, ৬ অক্টোবর, ২০১৯

নিউজ ডেক্স: রংপুরের কাউনিয়ায় রেল দুর্ঘটনায় নিহত আপেল মাহমুদের পরিবারকে আর্থিক সাহায্য প্রদান ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে নিহতের গ্রামের বাড়িতে উপস্থিত হন রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন।

রোববার বিকালে নিহত আপেল মাহামুদের গ্রামের বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নে ঘনিমহেষপুরের বারঘরিয়া আসেন তিনি।

এ সময় রেলমন্ত্রী নিহত আপেল মাহমুদের বাবা ও মায়ের হাতে নগদ এক লক্ষ টাকা তুলে দেন।

এ সময় রেলমন্ত্রী সুজন বলেন, মৃত্যু একটি অপূরনীয় ক্ষতি। অর্থ দিয়ে ক্ষতিপূরণ হয়না। আমি শুধু আপেলের পরিবারের সাথে আপেলকে হারানোর বেদনা ভাগাভাগি করতে এসেছি এবং তাদের পরিবারের একজন হয়ে শরীক হতে এসেছি। আমরা সে সকল নিহতের পরিবারকেও এক লক্ষ টাকা করে দিয়েছি। তিনি আরও বলেন, এ ধরনের দুর্ঘটনার বিষয়ে আমরা ব্যবস্থা নিয়েছি। দায়িত্বরত কর্মকর্তাগণকে বরখাস্ত করেছি। আর যাতে এ ধরনের দুর্ঘটনা না ঘটে সে জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক নুর কুতুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।


এধরনের আরও সংবাদ