• শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
টিসিবির পণ্য উধাও ক্ষুদ্ধ কার্ডধারিরা ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রশাসনের সুগারমিল কর্মকর্তা কর্মচারিদের মানববন্ধন ঠাকুরগাঁওয়ে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত অফিসে বসেই ধূমপান পিআইও’র প্রকল্পে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ চাষিরাই পারে ঠাকুরগাঁও সুগারমিলকে টিকিয়ে রাখতে-ব্যবস্থাপনা পরিচালক ঠাকুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদ খতিবের এমফিল ডিগ্রি অর্জন যৌন কেলেঙ্কারি ফাঁস, কলেজ অধ্যাপকের প্রত্যাহারের দাবি কৃতি শিক্ষার্থী ও খেলোয়াড়দের সম্মাননা দুদক মামলার আসামি শহিদুলের দপ্তরে দপ্তরে তদবির, সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের হুমকি অপপ্রচার ঠাকুরগাঁওয়ে হিন্দু সম্প্রদায়ের ঘরে আগুন, আটক-১

দ্রুতই আসছে নতুন অধিনায়ক

সাংবাদিকের নাম / ৪৭ জন দেখেছেন
আপডেট : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২০

নিউজ ডেস্কঃ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে অধিনায়কত্ব করবেন মাশরাফি বিন মর্তুজা। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন সাংবাদিকদের এ তথ্য জানান। সেই সাথে আগামী এক মাসের মধ্যে পরবর্তী ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করা হবে।

বাংলাদেশ দলের চেয়ে জিম্বাবুয়ে দল ভালো অবস্থায় আছে দাবি করে পাপন বলেন, জিম্বাবুয়ের বিপক্ষে জয় পাওয়া সহজ হবে না।

তিনি বলেন, সবচেয়ে খারাপ হয়েছে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট হারা, ওদের কাছে যদি হারি তাহলে জিম্বাবুয়ের কাছেও হারতে পারি।

দলের সাম্প্রতিক পারফরম্যান্সের বিষয়ে ক্ষোভ জানিয়েছে পাপন বলেন, টিম নিয়ে সিদ্ধান্ত কে নিচ্ছে, আমি জানিনা। বিশ্বকাপ এবং তার পরের সব সিরিজেই প্ল্যান আমি যা জানতাম, তা সব চেঞ্জ। তামিম, মুশফিক, মুমিনুলের সঙ্গে আমি বিস্তারিত আলোচনা করেছি। নতুন কিছু ছেলেকে ট্রাই করে দেখতে চায় কোচ, বিশেষ করে পেসারদের।

এর আগে, বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা থাকলেও চোটের কারণে শেষ মুহূর্তে মাশরাফি ছিটকে যান। তামিম ইকবাল সেবার ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দেন। গত জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সেই সিরিজের পর আর কোনো ওয়ানডে সিরিজ খেলেনি বাংলাদেশ।

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে সিলেটে। ১, ৩ ও ৬ মার্চ অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। এর আগে একটি টেস্ট ও পরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও সফরকারী জিম্বাবুয়ে।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.