• বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:৫৩ পূর্বাহ্ন

নদীতে গোসল করতে গিয়ে ঠাকুরগাঁও জেলা স্কুলের শিক্ষার্থীসহ দুজনের মৃত্যু

সাংবাদিকের নাম / ৪২ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ২৯ মে, ২০২০

মাজেদুর রহমানঃ নদীতে গোসল করতে গিয়ে ঠাকুরগাঁওয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ী জয়গঞ্জ আত্রাই নদীর খেয়াঘাটে এ দূর্ঘটনা ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দিনাজপুরের বীরগঞ্জে ৮ বন্ধু মিলে আত্রাই নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় ঠাকুরগাঁওয়ে দুই শিক্ষার্থী রায়িম ইসলাম ও সৌরভ ইসলাম। পরে ফায়ার সার্ভিসকর্মীরা তাদের একে একে মরদেহ উদ্ধার করে।
মৃত শিক্ষার্থী হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া গোপালপুর সরকারপাড়া এলাকার বাবুল ইসলামের ছেলে রায়িম ইসলাম সে ঠাকুরগাঁও জেলা স্কুলের ১০ম শ্রেণী পড়ুয়া শিক্ষার্থী ছিল। অন্যজন একই লাকার নাজমুল ইসলামের ছেলে সৌরভ ইসলাম গড়েয়া ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল বলে জানা গেছে ।
এ ঘটনার পর শিক্ষার্থীর দুজনের মরদেহ বাসায় নিয়ে আসা হলে তাদের এক নজর দেখতে হাজারো জনতার ভীর করে। সৃস্টি হয় শোকাবহ পরিবেশ। এমন ঘটনা যেন কোনভাবেই মানতে পারেননি স্বজনরা।
এ বিষয়ে বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ামিন হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে দুঃখ প্রকাশ করেন। সেই সাথে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন।


এধরনের আরও সংবাদ