• রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৭ পূর্বাহ্ন

পাকিস্তানের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা

সাংবাদিকের নাম / ১৮৩ জন দেখেছেন
আপডেট : শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯

নিউজ ডেস্ক: দেশের মাটিতে এই প্রথম বাংলাদেশের মুখোমুখি হচ্ছে পাকিস্তান নারী ক্রিকেট দল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শনিবার (২৬ অক্টোবর) থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ।

এই সফরে টি-টুয়েন্টি ছাড়াও দুটি ওয়ানডে ম্যাচ খেলবে টাইগ্রেসরা। বাংলাদেশের ওয়ানডেতে দলের দায়িত্ব পেয়েছেন রোমানা আহমেদ ও টি-টুয়েন্টিতে দলের দায়িত্ব পেয়েছেন সালমা খাতুন।

গেল বছরের অক্টোবরে দেশের মাটিতে চার ম্যাচের সিরিজে পাকিস্তানের বিপক্ষে লড়েছিল বাংলাদেশ। ওই সিরিজটি পাকিস্তান ৩-০ ব্যবধানে জিতেছিল। ১৩ মাসের ব্যবধানে দ্বিতীয়বার ছোট ফরম্যাটে মুখোমুখি হচ্ছে দুদল।

আজ প্রথম টি-টুয়েন্টির পর ২৮ ও ৩০ অক্টোবর হবে দ্বিতীয় ও শেষ টি-টুয়েন্টি। এরপর ২ ও ৪ নভেম্বর দুটি একদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রত্যেকটি ম্যাচই হবে লাহোরের মাঠে।

পাকিস্তান নারী টি-টুয়েন্টি দল : বিসমাহ মারুফ (অধিনায়ক), আলিভা রিয়াজ, আনাম আমিন, আয়েশা জাফর, দিয়ানা বেগ, ইরাম জাভেদ, জাভেরিয়া খান, কাইনাত ইমতিয়াজ, নাহিদা খান, ওমাইমা সোহেল, সাবা নাজির, সাইদা ইকবাল, সানা মীর, সিদ্রা আমিন এবং সিদ্রা নওয়াজ।

পাকিস্তান সফরে বাংলাদেশের নারী দল : সালমা খাতুন (টি-টুয়েন্টি অধিনায়ক), রুমানা আহমেদ (ওয়ানডে অধিনায়ক), জাহানারা আলম, শামিমা সুলতানা (উইকেটরক্ষক), আয়েশা রহমান, নিগার সুলতানা, সানজিদা ইসলাম, লতা মণ্ডল, পান্না ঘোষ, এক্কা মল্লিক, শারমিন সুলতানা, খাদিজা-তুল-কুবরা, ফারজানা হোক পিঙ্কি, শারমিন সুলতানা সুপ্তা, সানজিদা আখতার মেঘলা।

স্ট্যান্ডবাই : নাহিদা আখতার, ফাহিমা খাতুন, রিতু মনি, সোবানা মুস্তারি, লাবণি আখতার, জিন্নাত আইশা অর্থী, নাহার জেসমিন, হ্যাপি আখতার।


এধরনের আরও সংবাদ