• বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত অফিসে বসেই ধূমপান পিআইও’র প্রকল্পে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ চাষিরাই পারে ঠাকুরগাঁও সুগারমিলকে টিকিয়ে রাখতে-ব্যবস্থাপনা পরিচালক ঠাকুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদ খতিবের এমফিল ডিগ্রি অর্জন যৌন কেলেঙ্কারি ফাঁস, কলেজ অধ্যাপকের প্রত্যাহারের দাবি কৃতি শিক্ষার্থী ও খেলোয়াড়দের সম্মাননা দুদক মামলার আসামি শহিদুলের দপ্তরে দপ্তরে তদবির, সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের হুমকি অপপ্রচার ঠাকুরগাঁওয়ে হিন্দু সম্প্রদায়ের ঘরে আগুন, আটক-১ অবৈধ দখলে উপজেলা পরিষদ আবাসিক ভবনভাড়া বকেয়া দুইলাখ পদক্ষেপ নেই কর্তৃপক্ষের হামলা-ভাঙচুর-লুটপাটের দৃশ্য ভেসে উঠছে প্রকাশ্যে ঘুরছে হত্যাকারি আলামিন

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ঠাকুরগাঁওয়ে শ্রাবণী হত্যার অভিযোগ- দৃষ্টান্তমুলক শান্তির দাবি

সাংবাদিকের নাম / ৩৬ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ে ১০ম শ্রেণীর শিক্ষার্থী শ্রাবণী শ্রাবনী রানীকে হত্যার ঘটনায় এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে। হত্যাকারিরদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসুচি পালন করেছে সহপাঠি ও প্রতিবেশিরা। এ ঘটনার পর পরিবারের পক্ষ থেকে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। আর পুলিশ বলছে এজাহার নামিও অভিযুক্ত আসামীকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে।
ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের আশ্রমপাড়া গ্রামের ভবেশ চন্দ্রের কন্যা ১০ম শ্রেণীতে পড়–য়া শিক্ষার্থী শ্রাবণী রানীকে দীর্ঘ দিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল দু:সম্পর্কের মামা সোহাগ বর্মন। তাতে রাজি না হওয়ায় পরিবারের অগোচরে গতকাল সন্ধ্যায় তাকে গলা কেটে হত্যা করে বলে অভিযোগ স্বজন ও প্রতিবেশিদের।
এ ঘটনার পর তাৎক্ষনিকভাবে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত শ্রাবনীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ। গতকাল রাতেই নিহত শ্রাবণীর বাবা ভবেশ চন্দ্র সোহাগ বর্মনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো কয়েকজনকে আসামী করে সদর থানায় মামলা দায়ের করে। রাতে অভিযান চালিয়ে সদরের বরুনাগাঁও এলাকা থেকে অভিযুক্ত সোহাগ বর্মনকে গ্রেফতার করে পুলিশ।
এদিকে শ্রাবণী হত্যার প্রতিবাদে আকচা ইউনিয়নের নিমবাড়ি এলাকায় হত্যাকারির ফাঁসি ও জড়িতদের আইনের আওতায় এনে দৃস্টান্তমুল শাস্তির দাবি জানান সহপাঠি ও প্রতিবেশিরা।
এ বিষয়ে সদর থানার ওসি মোঃ তানভিরুল ইসলাম জানান, আমরা চেস্টা করছি হত্যাকান্ডের সাথে আরো কেউ জড়িত আছে কি না। সে বিষয়ে কাজ করছে পুলিশ।
গতকাল সন্ধ্যায় সদর উপজেলার আকচা ইউনিয়নের আশ্রমপাড়া গ্রামের নিজ বাড়িতে হত্যা করা হয়। সে সিএম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রী ছিল।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.