• বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ১২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম

ফরিদপুরে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬

সাংবাদিকের নাম / ৫১ জন দেখেছেন
আপডেট : সোমবার, ৬ জানুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: ফরিদপুরে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরো একজন।
সোমবার (০৬ জানুয়ারি) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মল্লিকপুরে এ দুর্ঘটনা হয়।

পুলিশ জানায়, বোয়ালমারী থেকে মাইক্রোবাসে পরিবারের চার সদস্য ও এক বন্ধুকে নিয়ে ঢাকা যাচ্ছিলেন চিকিৎসক শরিফুল ইসলাম। মল্লিকপুর ব্রিজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী মামুন পরিবহনের একটি বাসের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে দুমড়ে মুচড়ে যায় পুরো মাইক্রোবাসটি। ঘটনাস্থলেই নিহত হন মাইক্রোবাসের চালক, চিকিৎসক শরিফুল ইসলাম, তার বন্ধু পুলিশের এসআই ফারুক ও পরিবারের তিন সদস্য।

নিহত ব্যক্তিরা হলেন- মাগুরার মহম্মদপুর সদর ইউনিয়নের তেলিপুকুর গ্রামের সাদ্দিক মোল্যার মেজ ছেলে, বোয়ালমারীর ছোলনা গ্রামের বাসিন্দা চিকিৎসক মো. শরীফুল ইসলাম শরিফ (৪০), তার মেয়ে তাবাসসুম (৮), ভাগ্নি তানজিয়া (১৮), শ্যালিকা তাকিয়া আক্তার (১৩), আলফাডাঙ্গা উপজেলার কঠুরাকান্দি গ্রামের মো. লুৎফর রহমানের ছেলে ঢাকার কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন ও মাইক্রোবাস চালক নড়াইলের নাহিদ।

খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ গুরুতর আহত অবস্থায় শরিফুল ইসলামের স্ত্রী রিমি আক্তারকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাকে ঢাকায় একটি হাসপাতালে পাঠানো হয়। চালক পালিয়ে গেলেও ঘাতক বাসটিকে জব্দ করেছে পুলিশ।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুজ্জামান বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৬ জন মারা গেছেন। গুরুতর আহত এক নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.