• বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত অফিসে বসেই ধূমপান পিআইও’র প্রকল্পে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ চাষিরাই পারে ঠাকুরগাঁও সুগারমিলকে টিকিয়ে রাখতে-ব্যবস্থাপনা পরিচালক ঠাকুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদ খতিবের এমফিল ডিগ্রি অর্জন যৌন কেলেঙ্কারি ফাঁস, কলেজ অধ্যাপকের প্রত্যাহারের দাবি কৃতি শিক্ষার্থী ও খেলোয়াড়দের সম্মাননা দুদক মামলার আসামি শহিদুলের দপ্তরে দপ্তরে তদবির, সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের হুমকি অপপ্রচার ঠাকুরগাঁওয়ে হিন্দু সম্প্রদায়ের ঘরে আগুন, আটক-১ অবৈধ দখলে উপজেলা পরিষদ আবাসিক ভবনভাড়া বকেয়া দুইলাখ পদক্ষেপ নেই কর্তৃপক্ষের হামলা-ভাঙচুর-লুটপাটের দৃশ্য ভেসে উঠছে প্রকাশ্যে ঘুরছে হত্যাকারি আলামিন

বিদায় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সাংবাদিকের নাম / ৩৯ জন দেখেছেন
আপডেট : রবিবার, ১ মার্চ, ২০২০

মাজেদুর রহমান| ঠাকুরগাঁওয়ের গড়েয়া ডিগ্রি কলেজের এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায়, সাবেক অধ্যক্ষ সাইফুর রহমান ও সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও সহকারী অধ্যাপক রাজমোহন রায়ের বিদায়। অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান -২০২০ কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

১ মার্চ রবিবার সকাল ১০ টার দিকে সদর উপজেলার গড়েয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ জাকির হোসেন হেলাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঠাকুরগাঁও জেলা পরিষদ চেয়ারম্যান মুহা, সাদেক কুরাইশী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়। গড়েয়া ডিগ্রি কলেজের সভাপতি ও ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ স ম গোলাম ফারুক রুবেল, ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট অরুণাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ্ এ্যাপলো , ঠাকুরগাঁও জেলা পরিষদ সদস্য মারুফ হোসেন, গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভার প্রাপ্ত সভাপতি ইউনুস আলী, গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ মোদক।

এ ছাড়াও গড়েয়া ডিগ্রি কলেজের ছাত্র /ছাত্রী,অভিভাবক,শিক্ষক,কলেজ কমিটি, স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
অনুষ্ঠান টি সঞ্চালনা করেন গড়েয়া ডিগ্রি কলেজের প্রভাষক সুমন রানা।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.