• সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৭:৫৮ পূর্বাহ্ন

বেগম জিয়াকে মিথ্যা মামলায় জড়িয়ে চিকিৎসা বঞ্চিত করা হচ্ছে

সাংবাদিকের নাম / ৩১৩ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯

নিউজ ডেক্সঃ সম্রাটকে আটকের পর জেলে না পাঠিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে, আর মিথ্যা মামলায় বেগম জিয়াকে জেল খাটিয়ে সুচিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, চট্টগ্রাম-মংলা বন্দরের ব্যবহার, উপকূলের রাডার সিস্টেম ভারতকে দেওয়ার অনুমতি, এই সবকিছু আমাদের সার্বভৌমত্ব বিক্রি করার সামিল। সম্রাটকে গ্রেফতারের দুই দিনও জেলে রাখা হলো না। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমাদের নেত্রীকে জেল খাটিয়ে ঠিকমতো চিকিৎসা দেওয়া হচ্ছে না। 


এধরনের আরও সংবাদ