• রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৫:১৭ পূর্বাহ্ন

ভারত ১-১ বাংলাদেশ

সাংবাদিকের নাম / ২১৪ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯

নিউজ ডেক্সঃ যুব ভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচের শুরু থেকে একে একে মিলে যেতে থাকে কোচের কথা। শক্তিমত্তায় ভারতের এগিয়ে থাকার প্রমাণ মিলেছে। সঙ্গে কোচের চাওয়া অনুযায়ী, পরিশ্রম করেছেন টাইগাররা। সল্ট লেক ছিলো দর্শকে টইটম্বুর। স্বাগতিক দর্শকদের চাপটাই ভারী হয়ে উঠেছিলো সুনীল ছেত্রীদের জন্য। জামাল ভুইয়ারা যে ম্যাচটা দারুণ উপভোগ করেছেন তাও বুঝা যাচ্ছিলো তাদের শরিরী ভাষায়। কোচের চাওয়ার ষোলকলা পূর্ণ হয় ম্যাচটা ড্র হওয়ায়; এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে লাল সবুজের প্রতিনিধিরা।

অথচ ম্যাচের মাত্র ২ মিনিট বাকি থাকতে আদিল খানের গোলটা কোনভাবে রুখে দিতে পারলেই বিজয়ীর বেশে দেশে ফিরতে পারতো টাইগাররা। ম্যাচে শুরু থেকেই ছোট ছোট পাসে গোছালো ফুটবল খেলা ভারকে পাল্টা আক্রমণে কঠিন পরীক্ষা নিচ্ছিলো বাংলাদেশ। দুই দলের আক্রমণ পাল্টা আক্রমণে প্রথম জাল খুঁজে পায় বাংলাদেশ। ম্যাচের ৪২ মিনিটে জামাল ভুঁইয়ার ফ্রিকিক থেকে দুর্দান্ত হেড করে বাংলাদেশকে এগিয়ে দেন সাদ উদ্দিন।

দ্বিতীয়ার্ধে একাধিক গোলের সুযোগ নষ্ট করে দুদল। সল্ট লেকের হাজার হাজার দর্শক যখন হতাশা নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন ঠিক সেই মুহূর্তে ম্যাচের ৯২ মিনিটে কর্নার কিক থেকে ডিফেন্ডার আদিল খান গোল করে স্বস্তি এনে দেন স্বাগতিকদের। একই সঙ্গ জয়বঞ্চিত হয় বাংলাদেশ।


এধরনের আরও সংবাদ