• বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১১:৩৪ অপরাহ্ন

ভালোবাসা দিবসে আসছে ইয়াশ, মিম ও রাজের ‘পরাণ’

সাংবাদিকের নাম / ৬১ জন দেখেছেন
আপডেট : রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯

নিউজ ডেস্ক: অবশেষে ঘোষণা করা হলো ‘পরাণ’ সিনেমার মুক্তির সময়। আসছে ভালোবাসা দিবসে মুক্তি পেতে যাচ্ছে রায়হান রাফীর নতুন সিনেমাটি। এরই মধ্যে সিনেমাটির প্রচারণাও শুরু হয়েছে। রাজধানীর পান্থপথে সিনেমাটির একটি বিলবোর্ড দেওয়া হয়েছে। রোববার বিকেলে ফেসবুকে এই বিলবোর্ডের ছবি শেয়ার করেন নির্মাতা রাফী।

‘পরাণ’ সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন অভিনেতা ইয়াশ রোহান ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। এই সিনেমায় আরও এক চমক মডেল ও অভিনেতা শরিফুল ইসলাম রাজ।

রায়হান রাফী বলেন, ‘পরাণ সিনেমার মুক্তির জন্য প্রায় প্রস্তুত। দারুণ সব লোকেশনে টানা ২৯ দিন শুটিং করেছি ছবিটির। ‘পোড়ামন টু’ বানানোর পর অন্যরকম একটা আত্মবিশ্বাস কাজ করেছিলো মনে। মুক্তির আগেই মনে হয়েছিল সিনেমাটি হিট হবে। ‘পরাণ’ও আমার সেরা একটা ছবি হবে বলে বিশ্বাস করি।’

রায়হান রাফী আরও বলেন, ‘আমি রোমান্টিক সিনেমার মাধ্যমেই সিনেমায় যাত্রা শুরু করেছি। সিয়াম-পূজা নতুন জুটিকে দিয়েই শুরু করেছিলাম যাত্রা। সেখানে সফল হয়েছি। এবার দর্শকদের মন জয় করবেন রোহান, মিম, শরিফুল রাজ।’

‘পোড়ামন ২’ ও ‘দহন’ সিনেমা দিয়ে দর্শক মাতিয়ে ছিলেন রায়হান রাফী। মিমকে সর্বশেষ ‘সাপলুডু’ সিনেমায় দেখা গেছে। এদিকে ইয়াশকে দর্শক দেখেছেন ‘স্বপ্নজাল’ ও ‘মায়াবতী’ সিনেমায়। ২০১৬ সালে ‘আইসক্রিম’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে রাজের। তার দ্বিতীয় সিনেমা ‘ন ডরাই’ বর্তমানে সিনেমা হলে চলছে। ‘পরাণ’ তার তৃতীয় সিনেমা


এধরনের আরও সংবাদ