• শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৫:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
টিসিবির পণ্য উধাও ক্ষুদ্ধ কার্ডধারিরা ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রশাসনের সুগারমিল কর্মকর্তা কর্মচারিদের মানববন্ধন ঠাকুরগাঁওয়ে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত অফিসে বসেই ধূমপান পিআইও’র প্রকল্পে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ চাষিরাই পারে ঠাকুরগাঁও সুগারমিলকে টিকিয়ে রাখতে-ব্যবস্থাপনা পরিচালক ঠাকুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদ খতিবের এমফিল ডিগ্রি অর্জন যৌন কেলেঙ্কারি ফাঁস, কলেজ অধ্যাপকের প্রত্যাহারের দাবি কৃতি শিক্ষার্থী ও খেলোয়াড়দের সম্মাননা দুদক মামলার আসামি শহিদুলের দপ্তরে দপ্তরে তদবির, সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের হুমকি অপপ্রচার ঠাকুরগাঁওয়ে হিন্দু সম্প্রদায়ের ঘরে আগুন, আটক-১

ভয়ভী‌তি উপেক্ষা ক‌রে বিজয় নিশ্চিত কর‌তে হ‌বে : তা‌বিথ

সাংবাদিকের নাম / ৩০ জন দেখেছেন
আপডেট : শনিবার, ১১ জানুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: সকল প্রকার ভয়ভী‌তি উপেক্ষা ক‌রে ৩০ জানুয়ারি সিটি করপোরেশন নির্বাচনে বিজয় নিশ্চিত ক‌রে দলীয় চেয়ারপারসন খা‌লেদা জিয়াকে মুক্ত করার আহ্বান জা‌নি‌য়ে‌ছেন ঢাকা মহানগর উত্ত‌রে (ডিএনসিসি) বিএন‌পি মনোনীত মেয়রপ্রার্থী তা‌বিথ আউয়াল।

শনিবার (১১ জানুয়ারি) ঢাকা উত্তর সিটি নির্বাচনে বিএনপি মনোনীত কাউন্সিলর প্রার্থী না‌জিম উদ্দি‌নের নির্বাচনী ক্যাম্প উদ্বোধন শেষে তি‌নি এ আহ্বান জানান। এর আগে সকাল সা‌ড়ে ৯টায় উত্তরার জয়নাল মার্কেট থে‌কে নির্বাচনী প্রচারণা শুরু ক‌রেন তাবিথ আউয়াল। তিনি আজমপুর হয় চৈতি গার্মেন্টস, উত্তরখান মাজার, ময়নার টেক, মাস্টার বাড়ি, আটপাড়া, ফা‌য়েদাবাদ চৌরাস্তায় জনসং‌যোগ কর‌বেন।

এর আগে, শুক্রবার (১০ জানুয়ারি) রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরে ১ নং রোডের মসজিদে মুসল্লিদের সঙ্গে জুম্মার নামাজ আদায়ের মধ্য দিয়ে ধানের শীষের প্রচারণা শুরু করেন তাবিথ।

তিনি বলেন, ‘এই সরকা‌রের মু‌খে উন্নয়‌নের বু‌লি থাকলেও বাস্ত‌বে কোনো উন্নয়ন হ‌চ্ছে না। চল‌ছে সন্ত্রাস, দুর্নীতি, লুটপাট আর অপশাসন। নগরবাসী ট্যাক্স দি‌য়েও কাঙ্ক্ষিত সেবা পা‌চ্ছেন না। তাই দেশ‌নেত্রী খা‌লেদা জিয়ার মার্কা ধা‌নের শীষ‌কে বিজয় ক‌রে সরকা‌রের সকল অপক‌র্মের জবাব দেবেন ভোটাররা।’

তাবিথ বলেন, ‘ভোটাররা দুর্নীতি, অপশাসন ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। তারা এর জবাব চায়, বিচার চায়। সেই বিচার আমরা জনগণকে নি‌য়ে কর‌ব। ঢাকাকে বাঁচাতে আমাদের সকল পরিকল্পনা শুরু করতে হবে। আধুনিক ঢাকা গড়তে তুলতে হবে।’

তাবিথের নির্বাচনী প্রচারণায় অংশ নেন- বিএনপির নির্বাহী ক‌মি‌টির সদস্য নিপুন রায় চৌধুরী, ঢাকা উত্তর যুবদলের সভাপতি এস এম জাহাঙ্গীর হো‌সেন, ৫০ নং ওয়া‌র্ডের কাউন্সিলর প্রার্থী দেওয়ান মো. না‌জিম উদ্দিন, ঢাকা মহানগর উত্তর বিএন‌পির দফতর সম্পাদক এবিএম রাজ্জাকসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.