• সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চাষিরাই পারে ঠাকুরগাঁও সুগারমিলকে টিকিয়ে রাখতে-ব্যবস্থাপনা পরিচালক ঠাকুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদ খতিবের এমফিল ডিগ্রি অর্জন যৌন কেলেঙ্কারি ফাঁস, কলেজ অধ্যাপকের প্রত্যাহারের দাবি কৃতি শিক্ষার্থী ও খেলোয়াড়দের সম্মাননা দুদক মামলার আসামি শহিদুলের দপ্তরে দপ্তরে তদবির, সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের হুমকি অপপ্রচার ঠাকুরগাঁওয়ে হিন্দু সম্প্রদায়ের ঘরে আগুন, আটক-১ অবৈধ দখলে উপজেলা পরিষদ আবাসিক ভবনভাড়া বকেয়া দুইলাখ পদক্ষেপ নেই কর্তৃপক্ষের হামলা-ভাঙচুর-লুটপাটের দৃশ্য ভেসে উঠছে প্রকাশ্যে ঘুরছে হত্যাকারি আলামিন হিন্দুদের মন্দির-বাড়ি পাহারায় জামায়াত-শিবির ভারতে চিকিৎসা সেবায় সুযোগ সুবিধা প্রদানে যৌথ সভা 

শুদ্ধি অভিযানে কোন অপরাধী ছাড় পাবেনা -রমেশ চন্দ্র সেন

সাংবাদিকের নাম / ১৪৩ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯

নিউজ ডেক্সঃ বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেছেন, অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের যে শুদ্ধি অভিযান চলমান রয়েছে এ অভিযানে কোন অপরাধী ছাড় পাবেনা৷ বৃহস্পতিবার বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের ফরিদপুর রাজাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ তলা নতুন ভবনের উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে ৬৫ লক্ষ টাকা ব্যয়ে সাংসদ রমেশ চন্দ্র সেন আসাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ তলা নতুন ভবন ও ১ কোটি ৭৬ লক্ষ টাকা ব্যয়ে রাজাগাঁও ইউপি অফিস হতে আটোয়ারি পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করেন। সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেন, আওয়ামীলীগ সরকারের চিন্তা জুড়ে শুধু দেশের উন্নযন করে যাওয়া। দেশকে এগিয়ে নিয়ে যেতে সরকার দিন রাত পরিশ্রম করছে। নারী উন্নয়নে কাজ করছে। শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন ঘটিয়েছে। প্রত্যেকটি গ্রামে বিদ্যালয় প্রতিষ্ঠান করা হচ্ছে। এছাড়াও সকল সেক্টরে উন্ণযন সাধিত হচ্ছে। আর এসব উন্নয়নে যারা বাঁধা সৃষ্টি করবে, দূরনীতি করবে তারা দলেরই অসাধু ব্যক্তি হোকনা কেনো সরকারের চলমান শুদ্ধি অভিযানে কেউ ছাড় পাবেনা। সকল দূর্নীতির বিরুদ্ধে রুখে দাড়াতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সরকারকে সহযোগিতার কথা বলেন সাংসদ রমেশ চন্দ্র সেন। এ সময় ঠাকুরগাঁও সদর উপজেলাকে একটি আধুনিক মডেল উপজেলা করার কথা বলেন তিনি৷ রুহিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক আলহাজ্ব মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহাবুবুর রহমান খোকন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও রাজাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকার, যুগ্ম সাধারন সম্পাদক নজরুল ইসলাম স্বপন প্রমুখ।


এধরনের আরও সংবাদ

সাম্প্রতিক প্রকাশিত

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.