• বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:৪৫ পূর্বাহ্ন

সরকার রোহিঙ্গা সমস্যা সমাধানে ব্যর্থ: ফখরুল

সাংবাদিকের নাম / ২২৮ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৯

বর্তমান সরকার রোহিঙ্গা সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে জাতীয় প্রেসক্লাবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। 

জিয়াউর রহমান তার সময়ে রোহিঙ্গা সমস্যার সমাধান করতে সক্ষম হয়েছিল বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম।

তিনি বলেন, একটা দেশও বাংলাদেশের পক্ষে নেই। চীন, ভারত, জাপান, রাশিয়া সব মিয়ানমারের পক্ষে। ভারত আর চীনের সাথে বন্ধুত্বের সম্পর্ক এখন সুউচ্চ। দুই বছর চলে গেলো কি করলেন তারা। পররাষ্ট্রমন্ত্রী তো জানেনই সমাবেশ কখন হলো। আমরা পেরেছিলাম, ১৯৭৮ সালে রোহিঙ্গা এসেছিলেন জিয়াউর রহমান অল্প সময়ের মধ্যে তাদের পাঠিয়ে দিয়েছিলেন। 


এধরনের আরও সংবাদ