• রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৫ পূর্বাহ্ন

সাকিবের কিপটে বোলিং, প্লে-অফে বার্বাডোজ

সাংবাদিকের নাম / ২০৮ জন দেখেছেন
আপডেট : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯

নিউজ ডেস্ক: ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে প্লে অফ নিশ্চিত করেছে সাকিবের বার্বাডোস ট্রাইডেন্টস। লো-স্কোরিং ম্যাচে প্রথম ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৪১ রান করে বার্বাডোজ। দলের হয়ে সর্বচ্চো ৪৭ রানে ইনিংস খেলেন জনসন চার্লস। জবাবে ব্যাট করতে বার্বাডোজের দুর্দান্ত বোলিং ১১৭ রানে থেমে যায় সেন্ট লুসিয়ার ইনিংস। ২৪ রানে জয় নিয়ে এক ম্যাচ রেখে প্লে-অফের জায়গায় নিশ্চিত করে বার্বাডোজ।
এ ম্যাচে সেন্ট লুসিয়ার বিপক্ষে ব্যাট হাতে প্রত্যাশা অনুযায়ী রান করতে পারেননি বাংলাদেশের টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান। ২১ বলে ২ চারে ২২ রান আসে তার ব্যাট থেকে।
তবে বল হাতে দ্যুতি ছড়িয়েছেন সাকিব আল হাসান। ব্যক্তিগত ৪ ওভারে ২০ রান খরচ করে নিয়েছেন কলিন ইনগ্রামে উইকেট।
স্কোর
বার্বাডোজ ট্রাইডান্টস : ১৪১/৬ (২০ ওভার)
জনসন চার্লস ৪৭, সাকিব আল হাসান ২২, জেমি ডুমিনি ১৩, জেপি গ্রিভাস ২৭; সান্তোকি ২৫/২, জিসি ভিওজেন ২৬/২।
সেন্ট লুসিয়া জোকস : ১১৭/ ১০ (ওভার ২০) কলিন ইনগ্রাম ২৫, কলিন ডি গ্র্যান্ডহোম ২১, কর্নওয়েল ১৯, আন্দ্রে ফ্লেচার ৮; সাকিব আল হাসান ২০/১, এইচএফ গুর্নি ১৭/৩ ওয়ালশ ২৬/৪


এধরনের আরও সংবাদ