• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চাষিরাই পারে ঠাকুরগাঁও সুগারমিলকে টিকিয়ে রাখতে-ব্যবস্থাপনা পরিচালক ঠাকুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদ খতিবের এমফিল ডিগ্রি অর্জন যৌন কেলেঙ্কারি ফাঁস, কলেজ অধ্যাপকের প্রত্যাহারের দাবি কৃতি শিক্ষার্থী ও খেলোয়াড়দের সম্মাননা দুদক মামলার আসামি শহিদুলের দপ্তরে দপ্তরে তদবির, সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের হুমকি অপপ্রচার ঠাকুরগাঁওয়ে হিন্দু সম্প্রদায়ের ঘরে আগুন, আটক-১ অবৈধ দখলে উপজেলা পরিষদ আবাসিক ভবনভাড়া বকেয়া দুইলাখ পদক্ষেপ নেই কর্তৃপক্ষের হামলা-ভাঙচুর-লুটপাটের দৃশ্য ভেসে উঠছে প্রকাশ্যে ঘুরছে হত্যাকারি আলামিন হিন্দুদের মন্দির-বাড়ি পাহারায় জামায়াত-শিবির ভারতে চিকিৎসা সেবায় সুযোগ সুবিধা প্রদানে যৌথ সভা 

সুযোগের সদ্ব্যবহার ‘নিষিদ্ধ’ নাসিরের

সাংবাদিকের নাম / ১২৪ জন দেখেছেন
আপডেট : রবিবার, ২৭ অক্টোবর, ২০১৯

নিউজ ডেস্ক: ভারত সফরের প্রস্তুতির অংশ হিসেবে রবি ও সোমবার নিজেদের মধ্যে দুইটি ২০ ওভারের ম্যাচ খেলবে জাতীয় ক্রিকেট দলের স্কোয়াডে থাকা খেলোয়াড়রা। এ দুই ম্যাচের জন্য চলতি জাতীয় ক্রিকেট লিগ থেকে ১০ জন ক্রিকেটারকে ডেকে নিয়েছে টিম ম্যানেজম্যান্ট।

আর এ সুবাদেই এক ম্যাচ নিষিদ্ধ হওয়ার পরেও তৃতীয় রাউন্ডের ম্যাচে খেলার সুযোগ পেয়ে গেছেন নাসির হোসেন। কেননা রংপুর বিভাগ থেকে ডেকে নেয়া হয়েছে লেগ স্পিনার রিশাদ হোসেনকে। তার জায়গায় পরিবর্তিত খেলোয়াড় হিসেবে সুযোগ পেয়ে গেছেন নাসির।

তবে সুযোগের সদ্ব্যবহার করতে একটুও ভুল করেননি প্রথম দুই রাউন্ডে রংপুরের অধিনায়কত্ব করা নাসির। চলতি আসরে প্রথমবারের মতো হাঁকিয়েছেন ফিফটি, দলকে এনে দিয়েছেন লিড। বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহীর বিপক্ষে রংপুর চালকের আসনে বসেছে নাসিরের ব্যাটে চড়েই।

জাতীয় লিগের তৃতীয় রাউন্ডে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে প্রথম স্তরের ম্যাচে দ্বিতীয় দিন শেষে রাজশাহীর বিপক্ষে ৬২ রানে এগিয়ে রয়েছে রংপুর, হাতে আছে ৪টি উইকেট। রাজশাহীর করা ২০১ রানের জবাবে রংপুরের সংগ্রহ ৬ উইকেটে ২৬৩ রান।

আগেরদিন বিকেলে রাজশাহীর বোলারদের দাপটে মাত্র ৩২ রানে ২ উইকেট হারিয়ে দিন শেষ করেছিল রংপুর। দ্বিতীয় দিন খেলোয়াড় পরিবর্তনের ধাক্কায় তিনজনকে ছাড়তে বাধ্য হয় রাজশাহী। সাব্বির রহমান, তাইজুল ইসলাম ও নাজমুল হোসেন শান্তর পরিবর্তে এসেছেন মোহাইমিনুল খান, সাকলাইন সজীব এবং ইফতিখার সাজ্জাদ।

দ্বিতীয় দিন সকালে ঠিকই ঘুরে দাঁড়ায় রংপুর। ওপেনার মেহেদি হাসান মারুফ খেলেন ৭৮ রানের ইনিংস। এছাড়া নাইম ইসলাম ৫৫ ও আরিফুল হক ৪৭ রান করেন।

রিশাদ হোসেনের জায়গায় সুযোগ পাওয়া নাসির হোসেন ব্যাট করতে নামেন সাত নম্বরে। দিন শেষে তিনি অপরাজিত রয়েছেন ৮২ বলে ৫ চার ও ২ ছয়ের ৫৫ রান করে। আরেক অপরাজিত ব্যাটসম্যান ধীমান ঘোষের সংগ্রহ ১৪ রান।


এধরনের আরও সংবাদ

সাম্প্রতিক প্রকাশিত

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.