• সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৭:৪৪ পূর্বাহ্ন

৯০ শতাংশ মানুষ বিএনপিকে চায় না : কাদের

সাংবাদিকের নাম / ১২২ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২০

নিউজ ডেস্কঃ গণতন্ত্র মানে না বলেই বিএনপি নির্বাচনের আগেই নির্বাচনের বিরোধিতা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল বিএনপি মহাসচিবের দেয়া বক্তব্যের পাল্টা জবাবে তিনি বলেন, নেতিবাচক রাজনীতির কারণেই দেশের ৯০ ভাগ মানুষ বিএনপিকে চায় না। 

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় শীতার্ত মানুষকে ত্রাণ বিতরণ বিষয়ে সমন্বয় সভায় এ মন্তব্য করেন তিনি।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহার প্রসঙ্গে কাদের বলেন, অতীতে ইভিএমে কখনো কারচুপি হয়নি। যেখানে এ মেশিন ব্যবহার হয়েছে সেখানে বিএনপির জেতার সংখ্যাই বেশি।

আগামী ১১ থেকে ১৩ জানুয়ারি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে একটি টিম উত্তরাঞ্চলে শীতবস্ত্র বিতরণ করবে বলেও জানান ওবায়দুল কাদের।


এধরনের আরও সংবাদ