• মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৭:৪০ অপরাহ্ন

মোররসাইকেল চক্রের সাত সদস্য গ্রেফতার সংবাদ সম্মেলন

সাংবাদিকের নাম / ৩১৪ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৯

মোঃ সুমন হোসেন স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁওয়ে মোররসাইকেল চোর চক্রের সাত সদস্যকে গ্রেফতার করায় সংবাদ সম্মেলন করেছে জেলা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাঃ মনিরুজ্জামান জানান, মোররসাইকেল চোরদের ধরার পরও চুরি নিয়ন্ত্রন করা যাচ্ছিল না। জেলা পুলিশের তৎপরতায় নীলফামারী, লালমনিরহাট ও চাঁদপুর জেলা থেকে ৭ জন চোর চক্রের সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্য অনুযায়ী আটটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এছাড়া নানা তথ্য পাওয়া যায় তাদের কাছ থেকে। আমরা আশা করছি মোটরসাইকেল চুরি রোধ করা সম্ভব হবে। গ্রেফতারকৃতরা হলেন, লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার দলগ্রামের মৃত-আনারুল ইসলামের ছেলে আশরাফুল, বালাপাড়া গ্রামের জামান উদ্দীনের ছেলে ইদ্রিস আলী, শ্রীখাতা গ্রামের সত্যেন্দ্রনাথ রায় এর ছেলে নিশিকান্ত, নীলফামারী জেলার জলঢাকা থানার পশ্চিম কাঠালী গ্রামের মৃত রমজান আলীর ছেলে লেলিন, ডিমলা থানার ঝুনাগাছ চাপানী গ্রামের নরেন্দ্রনাথ রায় এর ছেলে হৃদয়, জলঢাকা থানার চাওরাডাঙ্গী গ্রামের মোফাজ্জাল হোসেন এর ছেলে মোঃ লেলিন, চাঁদপুর জেলার কচুয়া থানার লক্ষিপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে শুভ।

সংবাদ মম্মেলনে জেলা পুলিশের অন্রান্য কর্মকর্তারাসহ জেলার গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


এধরনের আরও সংবাদ