• শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০২:৪৪ পূর্বাহ্ন

সহযোগিতা স্থগিতের পরিকল্পনা ইরানের পার্লামেন্টে অনুমোদন

সাংবাদিকের নাম / ১৫২ জন দেখেছেন
আপডেট : বুধবার, ২৫ জুন, ২০২৫

স্টাফ রিপোর্টার। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সহযোগিতা স্থগিত করার পরিকল্পনা অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট।ইরানের নূর নিউজ জানিয়েছে, দেশটির পার্লামেন্ট জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সহযোগিতা স্থগিত করার জন্য একটি বিল পাস করেছে।

নূর নিউজ সংসদের প্রেসিডিয়ামের একজন সদস্যের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, পরিকল্পনার অধীনে, আইএইএ পরিদর্শকরা কেবলমাত্র সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের স্পষ্ট অনুমোদনের মাধ্যমে এবং সংস্থাটি যদি দেশের পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তার নিশ্চয়তা দেয় তবেই ইরানে প্রবেশ করতে পারবেন।

ইরান-ইসরাইলের মধ্যে ১২ দিনের সংঘাতের পর যুদ্ধবিরতি কার্যকরের মধ্যে এই সিদ্ধান্ত নিল তেহরান। যুদ্ধবিরতির আগে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। 


এধরনের আরও সংবাদ