• মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৯:৫৪ অপরাহ্ন

শনিবারের জেএসসি-জেডিসি পরীক্ষা স্থগিত

সাংবাদিকের নাম / ৩১২ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯

নিউজ ডেক্সঃ ঘূর্ণিঝড় বুলবুলের কারণে আগামীকাল শনিবারের (০৯ নভেম্বর) জেএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তীতে জেএসসি ১২ নভেম্বর এবং ১৪ নভেম্বর জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামীকাল শনিবার জেএসসি ও জেডিসিতে গণিত পরীক্ষা হওয়ার কথা ছিল।

এর আগে শনিবার (০২ নভেম্বর) থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হয়। 

এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন। এর মধ্যে ছাত্র ১২ লাখ ২১ হাজার ৬৯৫ জন এবং ছাত্রী ১৪ লাখ ৩৯ হাজার ৯৮৭ জন । ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা ২ লাখ ১৮ হাজার ২৯২ জন বেশি।


এধরনের আরও সংবাদ