• বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০২:০৮ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে মসজিদের উন্নয়নে অনুদান অব্যাহত

সাংবাদিকের নাম / ৩২১ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯


নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ে মসজিদের উন্নয়নে অনুদান অব্যাহত রয়েছে। ঠাকুরগাঁও-২ আসনের এমপি আলহাজ্ব মোঃ দবিরুল ইসলামের বিশেষ বরাদ্দ থেকে পর্যায়ক্রমে অনুদান প্রদান করা হচ্ছে। এ উপলক্ষে অনুষ্ঠানিকভাবে বুধবার সন্ধ্যায় বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের চাকদহ জামে মসজিদের উন্নয়নের জন্য আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এর পক্ষে বিশেষ বরাদ্দ( টি আর) থেকে ৪৩৫০০টাকা অনুদান প্রদান করেন জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মাজাহারুল ইসলাম সুজন। অনুষ্ঠানে জেলা, উপজেলা ও ইউনিয়ন আ’লীগের নেতাকর্মীরা ছাড়াও মসজিদ কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এসময় জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক বলেন, ঠাকুরগাঁও-২ আসনসহ সারাদেশে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। শুধু ধর্মীয় প্রতিষ্ঠান নয়। প্রতিটি ক্ষেত্রেই মাননীয় শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন চলমান। আমরা আশা করবো এ সরকারের পাশে থাকলে সাবাই ভাল থাকবে এবং উন্নয়ন অব্যাহত থাকবে।


এধরনের আরও সংবাদ