• বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১১:৫৭ অপরাহ্ন

আ’লীগের ত্রী-বার্ষিক সম্মেলন অরুনাংশু দত্ত টিটো ও মোশারুল ইসলাম পুনরায় নির্বাচিত

সাংবাদিকের নাম / ২৯৯ জন দেখেছেন
আপডেট : রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯


নিউজ ডেক্সঃ ঠাকুরগাঁও সদর উপজেলার ত্রী বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সদর উপজেলা আ’লীগের আয়োজনে জেলা পরিষদ অডিটরিয়াম হলরুমে এ সম্মেলনের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন।
সম্মেলনের প্রধাণ অতিথি হিসেবে বাংলাদেশ আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ আ’লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক উপস্থিত থাকার কথা থাকলেও তারা উপস্থিত হননি।
তবে সম্মেলনে জেলা আ’লীগের সভাপতি আলহাজ¦ মোঃ দবিরুল ইসলাম,সাধারন সম্পাদক মুহাম্মদ সাদেক কুরাইশীসহ স্থাণীয় নেতাকর্মীদের উপস্থিতির মধ্যে দিয়ে ত্রী বার্ষিক সম্মেলন অুনষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের আগে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অডিটরিয়াম চত্বরে গিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের সুচনা হয়।
ত্রি বার্ষিক সম্মেলনে ৭১ সদস্য বিশিষ্ট্য কমিটিতে পুনরায় সদর উপজেলা আ’লীগের সভাপতি হিসেবে অরুনাংশু দত্ত টিটো, সাধারন সম্পাদক মোশারুল ইসলামের নাম ঘোষনা করা হয়।


এধরনের আরও সংবাদ