প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 20, 2025 ইং
মুন্সীগঞ্জে দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে প্রতিবেশী যুবক খুন

মো. ফরহাদ, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের গজারিয়াতে প্রতিবেশী দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে দায়ের কোপে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার সকাল ১০ টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের নয়নগর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম জান্নাত হোসেন (২৭)। সে নয়ানগর গ্রামের আব্দুল হকের ছেলে বলে জানা গেছে।
স্হানীয় সূত্রে জানা গেছে, বিভিন্ন বিষয়ে নয়ানগর গ্রামের বাসিন্দা শাহিন রাঢ়ির দুই ছেলে তারেক ও রিয়াদের মধ্যে ঝগড়াঝাটি হত। শনিবার সকাল দশটায় দুই ভাই আবারো ঝগড়া শুরু করলে তাদের থামাতে ঘটনাস্থলে যায় প্রতিবেশী আব্দুল হকের ছেলে জান্নাত হোসেন। এ সময় দুই ভাইয়ের হাতেই বটি দা ছিলো। ঝগড়ার এক পর্যায়ে রিয়াদ দা দিয়ে তারেককে উদ্দেশ্য করে কোপ দিতে গেলে তা জান্নাতের গায়ে লাগে। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা জান্নাতকে উদ্ধার করে হামদর্দ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জান্নাতকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি সম্পর্কে হামদর্দ জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. মারিয়া মোস্তারি বলেন, সকাল এগারোটার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতলে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, নিহত জান্নাত হোসেনের ভাগ্নি সুমাইয়া আক্তার বলেন, এই দুই ভাই নেশাগ্রস্ত ছিল। নেশার টাকা যোগাড় করার জন্য তারা চুরি, ছিনতাইয়ের মত বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ড করতো। তারা আমার মামা জান্নাতকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। সকালে পরিস্থিতি একেবারে স্বাভাবিক ছিল, তারা ইচ্ছে করে আমার মামাকে ডেকে নিয়ে যায়। সেখানে যাবার পর রিয়াদ ইচ্ছাকৃতভাবে দা দিয়ে কুপিয়ে খুন করে। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাসান আলী বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতে লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
© newsnet24bd All Right Reserved