
রাজধানীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্রের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই এবার প্রকাশ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান এবং শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে গুলি করার ঘটনা ঘটেছে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, “এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে একটু আগে গুলি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে।”
ঘটনাটি ঠিক কোন স্থানে এবং কারা ঘটিয়েছে, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে দিনের আলোতে একজন রাজনৈতিক নেতার ওপর এমন বর্বরোচিত হামলার ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং দোষীদের শনাক্তে তৎপরতা শুরু করেছেন।
সংশ্লিষ্ট রাজনৈতিক মহলের পক্ষ থেকে এই হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে এবং অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি তোলা হয়েছে।
মারুফ/সকালবেলা