
এফবিআই এবং স্কটল্যান্ড ইয়ার্ডের মতো গোয়েন্দা সংস্থাকে যুক্ত করে এবং দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি করেন সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।
তিনি বলেন, দ্রুত আপনারা একটি বিচারিক ট্রাইব্যুনাল গঠন করেন এবং সে ক্ষেত্রে আপনারা এফবিআই এবং স্কটল্যান্ড ইয়ার্ডের মতো গোয়েন্দা সংস্থাকে এর সঙ্গে যুক্ত করেন।
জাবের বলেন, বিকাল ৩টায় আমরা একটি বিক্ষোভ মিছিল ডেকেছি ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে। সেই বিক্ষোভের পরে আমরা কর্মসূচি ঘোষণা করবো– এই সরকারের সঙ্গে রয়েছি, নাকি সরকার পতনের আন্দোলন আমরা ইনকিলাব মঞ্চের মাধ্যমে শুরু করবো।
ওসমান হাদির বিচার হবে না কিন্তু সরকার স্থিতিশীলতা রক্ষার জন্য আমাদের সঙ্গে বসে লিয়াজো করবে এমন টিম ওসমান হাদি বানিয়ে যান নাই বলেও মন্তব্য করেন জাবের।
এছাড়া, জাতীয় সংসদ নির্বাচনের আগেই ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবিও জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
জাবের বলেন, ওসমান হাদির হত্যাকারী কারা সেটা না জানিয়ে তড়িঘড়ি করে নির্বাচন দিয়ে চলে যাবেন এটা হবে না। নির্বাচনের আগে বিচার নিশ্চিত করতে হবে, এর আগে কোনও নির্বাচন হবে না।
তিনি আরও বলেন, ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনি ও তাদের মদদদাতাদের বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না ইনকিলাব মঞ্চ।
আইএ/সকালবেলা